শিরোনাম
ঢাকা, ১৫ আগস্ট, ২০২৪ (বাসস) : সম্প্রতি সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এসময় থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ৫৩৪টি অস্ত্র ও ১০হাজার ২১৯ রাউন্ড গুলি উদ্ধার করা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সারাদেশ থেকে সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের ৫৩৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ১০ হাজার ২১৯ রাউন্ড গুলি, ৩৫৯টি টিয়ার গ্যাস সেল এবং ১৪২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।