শিরোনাম
রাঙ্গামাটি, ২৩ আগস্ট, ২০২৪ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ, চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাঘাইছড়ি মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি।
আজ শুক্রবার মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং উপজেলা এডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে আশ্রয় নেয়া ৫২০ জন বন্যার্ত পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণসহ এসব সহায়তা দেয়া হয়।
এছাড়াও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর গাজী মো. হাসান মুসলিম ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১১৪ জন বন্যার্ত পরিবারের অসুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ করেন।
এ সময় মারিশ্যা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নোমান আল ফারুকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।