বাসস
  ২৩ আগস্ট ২০২৪, ১৮:৫৩

বন্যার্তদের সাহায্যার্থে এক দিনের বেতনের টাকা দেবে গ্রিন ইউনিভার্সিটি

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৪ (বাসস): দেশের বন্যার্তদের সাহায্যার্থে  এক দিনের বেতনের অর্থ  প্রদানের সিদ্ধান্ত নিয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। 
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 
টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার্ত  এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এর আগেও বিভিন্ন সময়ে বন্যাকালীন সময়, রোহিঙ্গা ইস্যু ও পাহাড় ধ্বসসহ নানা দুর্যোগে দুর্গত এলাকার পাশে দাঁড়িয়েছে গ্রিন ইউনিভার্সিটি পরিবার।