বাসস
  ২৩ আগস্ট ২০২৪, ১৯:১৭
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৯:২৭

সাংবাদিক আমিনুল হক মারা গেছেন

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৪ (বাসস): বাংলা একাডেমির আজীবন সদস্য ও সাপ্তাহিক তথ্যবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. আমিনুল হক মারা গেছেন। আজ শুক্রবার ভোর আনুমানিক রাত ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
পারিবারিক সূত্র বাসসকে জানান, তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ট্রোকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । 
আজ বাদ জুমা দক্ষিণখানের আশকোনা উচারটেক জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাদ আছর রাজধানী সায়দাবাদে নিজ বাসার সামনে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  
সাংবাদিক আমিনুল হক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
উত্তরা প্রেসক্লাব ও উত্তরা সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন বুলবুল, শেখ মনিরুজ্জামান জুয়েল ও এস, এম মনির হোসেন জীবন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।