শিরোনাম
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৪ (বাসস) : দেশের ১২টি জেলায় আকস্মিক বন্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) মানবিক বিবেচনায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১২টি জেলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এর মধ্যে ওই অঞ্চলগুলোতে বসবাসরত ডিআরইউ’র অনেক সদস্য তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন।
আজ ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এক বিবৃতিতে বন্যার্তদের জন্য সহায়তা করতে সদস্যদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান।
বন্যার্তদের সহায়তা করতে ইচ্ছুক সদস্যদের নগদ অর্থ, খাদ্য ও অন্যান্য ত্রাণসামগ্রী দিতে অনুরোধ করা হয়েছে। খাদ্য ও ত্রাণসামগ্রী ডিআরইউ ক্যান্টিনে নির্দিষ্ট বক্সে রাখার অনুরোধ করা হচ্ছে, এছাড়াও বিকাশ ও নগদের মাধ্যমে সহায়তার অর্থ পাঠানো যাবে। বিকাশ নম্বর (পার্সোনাল) : ০১৭২৫৯৫৮৩৯৫ নগদ নম্বর (পার্সোনাল) : ০১৭২৫৯৫৮৩৯৫।