বাসস
  ১৫ অক্টোবর ২০২৪, ১৫:২২

বিদেশি কেন্দ্রে পাসের হার ৯৫.৩৯ শতাংশ

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৪ (বাসস) : ঢাকা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া ৮টি বিদেশি কেন্দ্রে ২৮২ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৬৯ জন। অনুত্তীর্ণ পরীক্ষার্থী ১৩ জন। 

এবার বিদেশি কেন্দ্রে সার্বিক পাসের হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ। বিদেশি প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা ছিল ৮টি।

বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যানে এসব তথ্য জানা যায়। 

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১০টি বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন। পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। 

ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছে এবার ১ লাখ ৩৫ হাজার ৯১১ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৯২ হাজার ৫৯৮ জন। 

এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সম্মিলিত পাশের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ, মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৯ শতাংশ।