বাসস
  ৩০ অক্টোবর ২০২৪, ২৩:৫৭
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০২:৪১

রিয়াদে দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে বাংলাদেশের দুই প্রতিনিধি

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৪ (বাসস) : সৌদি  আরবের  রিয়াদে  ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য টু-স্টেট সলিউশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল যোগদান করেছে।

এই মহাসমাবেশ আয়োজনের জন্য বাংলাদেশের প্রতিনিধি দল সৌদি আরব সরকার এবং গ্লোবাল কো-ইনিশিয়েটরদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছ। 

একটি দ্বি-রাষ্ট্রীয়  সমাধানের জন্য  কংক্রিট, এবং  এই মহাসমারোহে আয়োজন করার জন্য এবং একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য কংক্রিট এবং সময়সীমাবদ্ধ পদক্ষেপের সাথে একটি রোডম্যাপের প্রতিশ্রুতিতে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ফিলিস্তিন  এবং এ অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির কথা বলেন।

অনুষ্ঠানের  উদ্বোধন করেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আব্দুল আজিজ।  ওআইসি, আরব লীগ ও প্রায় ৯০ টি জাতিসংঘের সদস্য দেশের প্রতিনিধিগণ এতে যোগদান  করেন।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. নজরুল ইসলাম (ডিজি, পশ্চিম এশিয়া),  তার সঙ্গে রয়েছেন  মো. শফিকুর রহমান।