হাসিনা ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন কি না তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে: মুখপাত্র

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৩৭
সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ 

তিনি আরও বলেন, হাসিনার বর্তমান স্ট্যাটাস কী হবে তা ভারত সরকারের এখতিয়ারাধীন।

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে বসবাস করছেন।

ভারতের সাথে সকল চুক্তি পর্যালোচনার দাবির বিষয়ে রফিকুল আলম স্পষ্ট করে বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তিগুলো করেছে। যদি কোনো মন্ত্রণালয় বা সংস্থা পর্যালোচনার প্রয়োজন মনে করে, তবে তারা সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।’

ভারতের সাথে সকল চুক্তি প্রকাশ করা হবে কি না জানতে চাইলে মুখপাত্র ব্যাখ্যা করেন, ‘ভারতের সাথে সকল চুক্তি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। আপনি সেগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পারেন।’

অন্য একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের সাথে কোনো গোপন চুক্তি সম্পর্কে আমি অবগত নই।’

অন্য একটি প্রশ্নের উত্তরে আলম বলেন, ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের নিয়োগের বিষয়ে ঢাকা ভারতের জবাবের জন্য অপেক্ষায় রয়েছে।

মুখপাত্র বলেন, ‘আমরা ভারতের জবাবের অপেক্ষা করছি। আমার মনে হয় না এতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে সাধারণত এতে ৩ থেকে ৪ মাস লাগে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ১২দফা নির্দেশনা
বছরে ১ বিলিয়ন ডলার ক্ষতি রোধে জলবায়ু অর্থায়নে নতুন কৌশল সরকারের
তাপদাহ জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য হুমকি-পরিবেশ উপদেষ্টা
ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল
দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক এনবিআর সদস্য মতিউর কারাগারে
রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি
পূর্ব তিমুরে এমপিদের গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
বাটলারের রেকর্ড ভাঙ্গলেন আরব আমিরাতের ওয়াসিম
১০