শিরোনাম
নাটোর, ১ নভেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে শপিং ব্যাগ জব্দ এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ শুক্রবার জেলা শহরের নীচাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নিযর্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ।
অভিযানকালে ১৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও পাঁচটি মামলায় তিনহাজার টাকা অর্থদণ্ড করা করা হয়।
জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, ১ নভেম্বর থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ থাকবে। এ লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।
নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাছুদুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান পরিচালনার জন্যে জেলার সাতটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন।