শিরোনাম
হবিগঞ্জ, ১ নভেম্বর ২০২৪ (বাসস) : জেলায় আজ ‘স্বাধীন পাঠক’ তৈরির অভিযাত্রা’য় শ্রেণিক্ষ পাঠাগার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২টায় জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রুম টু রিড’-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, হবিগঞ্জ পিটিআই- এর সুপারিনটেনডেন্ট আইরিন সুলতানা।
এদিন, হবিগঞ্জ পিটিআই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ‘শ্রেণিকক্ষ পাঠাগার’ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষে পাঠাগার স্থাপনের উদ্যোগ গ্রহন করা হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন একাডেমিক ভবনের কার্যক্রম পরিদর্শন করেন।