বাসস
  ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:১০
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:২৪

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনোই আপস করেনি: রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ফাইল ছবি।

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৪ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনোই আপস করেনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘ইসলাম ধর্মের নামে রাজনীতি করার মানে তো বারবার মোনাফেকি করা নয়’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের কাছে প্রদত্ত অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠন, রাষ্ট্র পরিচালনা, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় ফিরে আসা এবং ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথানত করেনি। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নামে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় দেশের অন্যতম ইসলামপন্থী একটি রাজনৈতিক দল।’

রিজভী আহমেদ আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব সমাজের দর্পণ সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে অভিযোগ করেন, ‘শুধু পার্শ্ববর্তী দেশই নানা বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে না, এ দেশের দু’একটি রাজনৈতিক দলও ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’ তার ভাষায় একাত্তরের মুক্তিযুদ্ধ-বিরোধী ইসলামপন্থী একটি দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে।’

তিনি বলেন, চব্বিশের ৫ আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর ৫ আগস্টের পর ব্যাংক দখল করছে একটি ইসলামি দল।

রুহুল কবির রিজভী দৃঢ়তার সাথে বলেন, ১৬ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল ‘জুলাই-আগস্ট’র বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে দেশের শ্রমজীবী ৯৭ জন মানুষ শহিদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে। সফল হয়েছে শিক্ষার্থী-জনতার গণঅভুত্থান।