নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২১:৫৯

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর রমনা মডেল থানায় করা নাশকতার এক মামলায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়ার যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলামের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

এদিন আসামি পক্ষের আইনজীবীরা মামলার দায় হতে অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন।

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য অন্যরা হলেন- বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নাল আবেদীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সহ-দফতর সম্পাদক মো. মনিরুল ইসলাম, বিএনপি নেতা নবী উল্লাহ নবী, সাইফুল আলম নিরব ও হাবিবুন নবী খান সোহেল।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। এ সময় শাহবাগ থানাধীন পরীবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকে বিএনপি নেতাকর্মীরা। তখন নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। এ ঘটনায় রমনা মডেল থানায় বাদী হয়ে মামলা করেন রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক মো. মহিবুল্লাহ।

মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২৯ জানুয়ারি গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির  ১৭৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাইবার অপরাধ দমনে চুক্তি সই করতে যাচ্ছে জাতিসংঘের সদস্য দেশগুলো
ঝিনাইদহে আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির মতবিনিময়
লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি চট্রগ্রাম বিমানবন্দর থেকে গ্রেফতার
রংপুরে গাঁজাসহ দু’জন গ্রেপ্তার
রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি ক্ষমা করবে না : সালাহউদ্দিন
নোয়াখালীতে ট্রলার থেকে ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ
জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারবদ্ধ সরকার: আদিলুর
নোয়াখালীতে ট্রলার থেকে ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ
পিরোজপুরে জিয়াউর রহমানের সঙ্গে খাল কাটায় অংশ নেওয়া শাজাহান-হেমায়েতকে সম্মাননা 
দক্ষিণ আফ্রিকায় বায়ুবিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকি থেকে পাখি রক্ষার উদ্যোগ
১০