চট্টগ্রামে দোকানকর্মী হত্যা মামলায় সাবেক এমপি লতিফ রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২১:৪৮
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। ফাইল ছবি

চট্টগ্রাম, ৮ জানুয়ারি  ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দোকানকর্মী মাহিন হত্যা মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে রিমান্ডে নিয়েছে পুলিশ।  

আজ বুধবার মাহিন হত্যা মামলায় সাবেক এমপি লতিফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তৌহিদুল ইসলাম নামে এক যুবলীগকর্মীকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে খুন হন দোকানকর্মী সাইমান ওরফে মাহিন। এ ঘটনায় নিহত মাহিনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে  এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল জাবেদ বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এমপি এম এ লতিফ ও যুবলীগকর্মী তৌহিদুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আজ শুনানির শেষে আদালত সাবেক এমপি লতিফের একদিন এবং অপর আসামি তৌহিদুলের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত বছরের ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ডবলমুরিং থানার একটি মামলায় সাবেক এমপি এম এ লতিফকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হামলার কয়েকটি মামলায় আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০