চট্টগ্রামে দোকানকর্মী হত্যা মামলায় সাবেক এমপি লতিফ রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২১:৪৮
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। ফাইল ছবি

চট্টগ্রাম, ৮ জানুয়ারি  ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দোকানকর্মী মাহিন হত্যা মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে রিমান্ডে নিয়েছে পুলিশ।  

আজ বুধবার মাহিন হত্যা মামলায় সাবেক এমপি লতিফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তৌহিদুল ইসলাম নামে এক যুবলীগকর্মীকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে খুন হন দোকানকর্মী সাইমান ওরফে মাহিন। এ ঘটনায় নিহত মাহিনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে  এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল জাবেদ বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এমপি এম এ লতিফ ও যুবলীগকর্মী তৌহিদুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আজ শুনানির শেষে আদালত সাবেক এমপি লতিফের একদিন এবং অপর আসামি তৌহিদুলের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত বছরের ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ডবলমুরিং থানার একটি মামলায় সাবেক এমপি এম এ লতিফকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হামলার কয়েকটি মামলায় আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
সিইসির কাছে নেত্রীদের দাবি: নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন
মেট্রোরেলের কামালাপুর অংশের নির্মাণ অগ্রগতি ৬৫.৬৮ শতাংশে পৌঁছেছে
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ১০০ ছাড়িয়েছে
ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
বিজিএমইএ এবং আইএমএফ’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত
১০