চট্টগ্রামে দোকানকর্মী হত্যা মামলায় সাবেক এমপি লতিফ রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২১:৪৮
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। ফাইল ছবি

চট্টগ্রাম, ৮ জানুয়ারি  ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দোকানকর্মী মাহিন হত্যা মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে রিমান্ডে নিয়েছে পুলিশ।  

আজ বুধবার মাহিন হত্যা মামলায় সাবেক এমপি লতিফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তৌহিদুল ইসলাম নামে এক যুবলীগকর্মীকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে খুন হন দোকানকর্মী সাইমান ওরফে মাহিন। এ ঘটনায় নিহত মাহিনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে  এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল জাবেদ বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এমপি এম এ লতিফ ও যুবলীগকর্মী তৌহিদুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আজ শুনানির শেষে আদালত সাবেক এমপি লতিফের একদিন এবং অপর আসামি তৌহিদুলের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত বছরের ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ডবলমুরিং থানার একটি মামলায় সাবেক এমপি এম এ লতিফকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হামলার কয়েকটি মামলায় আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্ষমতা ছাড়বেন মাদুরো, মন্তব্য নোবেল বিজয়ী মাচাদোর
থাইল্যান্ড-কম্বোডিয়ার শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন ট্রাম্প
নাইজার সেনাবাহিনীতে যোগদান করেছে সাবেক জিহাদি যোদ্ধারা
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আজ থেকে কার্যকর
জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে গাংনীতে ৫০ হাজার গরু-ছাগলকে টিকা দেওয়া হবে 
নারায়ণগঞ্জে পেট্রোবাংলার বিশেষ তদারকি অভিযান
বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের
বাগেরহাটে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে 'শেষ পর্যন্ত লড়াই' করবে চীন
১০