বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:০২

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির ২১তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। সমিতির ২০২৪-২০২৬ এর কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রফেসর ড. মাহবুব উল্লাহকে আহ্বায়ক এবং প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ২৯ সদস্যের এই অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

অন্তর্বর্তীকালীন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রফেসর আবু আহমেদ, এ কে এম ফজলুল হক মিলন, প্রফেসর ড. এ কে এম আতিকুর রহমান, প্রফেসর ড. এম এ তসলিম, প্রফেসর ড. এ টি এম নূরুল আমিন, প্রফেসর ড. অতনু রব্বানী, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রফেসর ড. সায়েমা হক বিদিশা, মো. নূরুল আমিন, শহীদুল ইসলাম, মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল, প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ আলম, প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, আশরাফুজ্জামান খান, আব্দুল বাকি, প্রফেসর ড. মোহাম্মদ মুজাফ্ফর আহমেদ, প্রফেসর ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, প্রফেসর ড. এ এইচ এম সেলিমউল্লাহ, প্রফেসর ড. মো. ফরিদ উদ্দীন খান, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রফেসর ড. আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি, পার্থ সারথী ঘোষ, ড. নাজমুল ইসলাম এবং সৈয়দ এসরারুল হক সোপেন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শুক্রবার পাঁচ ইউরোপীয় প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক রোমে 
মিয়ানমারে জান্তার বিমান হামলায় এক স্কুলে ২০ শিশুসহ ২২ জন নিহত : প্রত্যক্ষদর্শী
রাঙ্গামাটিতে প্রান্তিক মৎস্যজীবিদের মাঝে ছাগল বিতরণ
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
এনবিআর ও আইআরডি ভেঙ্গে দুটি বিভাগ, অধ্যাদেশ জারি
চাকরি ছাঁটাইয়ের খবরে নিসানের শেয়ার দর ৫.৫ শতাংশ বৃদ্ধি
২০১৪ সালে ইউক্রেনের আকাশে বিমান ভূপাতিত করার জন্য রাশিয়া দায়ী: জাতিসংঘের বিমান সংস্থা
রংপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
আওয়ামী লীগ শাসনামলে নিয়োগ পাওয়া দুদকের ১৩৫ আইন কর্মকর্তা এখনো বহাল: মামলা পরিচালনায় ধীরগতি 
মার্কিন শুল্কের খেলনা শিল্পে চরম অনিশ্চয়তা
১০