বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:০২

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির ২১তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। সমিতির ২০২৪-২০২৬ এর কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রফেসর ড. মাহবুব উল্লাহকে আহ্বায়ক এবং প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ২৯ সদস্যের এই অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

অন্তর্বর্তীকালীন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রফেসর আবু আহমেদ, এ কে এম ফজলুল হক মিলন, প্রফেসর ড. এ কে এম আতিকুর রহমান, প্রফেসর ড. এম এ তসলিম, প্রফেসর ড. এ টি এম নূরুল আমিন, প্রফেসর ড. অতনু রব্বানী, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রফেসর ড. সায়েমা হক বিদিশা, মো. নূরুল আমিন, শহীদুল ইসলাম, মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল, প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ আলম, প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, আশরাফুজ্জামান খান, আব্দুল বাকি, প্রফেসর ড. মোহাম্মদ মুজাফ্ফর আহমেদ, প্রফেসর ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, প্রফেসর ড. এ এইচ এম সেলিমউল্লাহ, প্রফেসর ড. মো. ফরিদ উদ্দীন খান, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রফেসর ড. আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি, পার্থ সারথী ঘোষ, ড. নাজমুল ইসলাম এবং সৈয়দ এসরারুল হক সোপেন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০