ইউএমসিএইচ ও গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:২৬

ঢাকা, ১ জানুয়ারি ২০২৫ (বাসস) : ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (ইউএমসিএইচ) এবং গীতিকবি সংঘ বাংলাদেশ’র মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে। 

ইউএমসিএইচ-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন ও হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী এবং গীতিকবি সংঘ বাংলাদেশ’র পক্ষে সংঘের সভাপতি আসিফ ইকবাল, সহ-সভাপতি মো. বাপ্পি খান ও সাধারণ সম্পাদক জয় শাহরিয়ার গতকাল ইংরেজি বর্ষের শেষ দিনে এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন । 

এই চুক্তির আওতায় গীতিকবি সংঘ বাংলাদেশ’র সকল সদস্য এবং তাদের পরিবার এখন থেকে ইউএমসিএইচ-এর এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউএমসিএইচ-এ বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। 

চুক্তি স্বাক্ষরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) সি.এফ. জামান ও সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন এবং গীতিকবি সংঘ বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির ও অর্থ সম্পাদক এনামুল কবির সুজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালন শাহের তিরোধান দিবসে নীলফামারীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পটুয়াখালীতে বিএনপি’র কেন্দ্রীয় নেতার পথসভা
পরমাণু কর্মসূচির ওপর ‘বিধিনিষেধ’ আর প্রযোজ্য নয় : ইরান
শাহজালাল বিমানবন্দরের অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
সহিংস রাজনৈতিক সংস্কৃতি নারী ও তরুণদের দূরে ঠেলে দিচ্ছে : সেমিনারে বক্তারা
আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করল এনবিআর
কাতারে পাকিস্তান-আফগানিস্তান বৈঠক আজ
চট্টগ্রামে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ
শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি আটক
১০