আবু বকর হত্যা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে ঢাবি

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২১:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৪ (বাসস): ১৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের  শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করলে দুই শিক্ষার্থী বহিষ্কারাদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে। ২০১২ সালে হাইকোর্ট বহিষ্কার আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেন। ১২ বছর আগের হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে উচ্চআদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আপিলের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

আবু বকর বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।  ২০১০ সালের ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে স্যার এ এফ রহমান হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আহত হয়ে এক দিন পর তিনি  মারা যান। ওই সংঘর্ষে ৩০ জন আহত হন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ন্যায্যতা ও ন্যায়বিচারের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০১০ সালে স্যার এ এফ রহমান হলে একটি ছাত্র সংগঠনের বিবাদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নিজ কক্ষে অবস্থানকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৎকালীন তৃতীয় বর্ষের ছাত্র মো. আবু বকর সিদ্দিক মারাত্মকভাবে আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎকাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।’

উচ্চআদালতে আপিল করার মাধ্যমে আবু বকর সিদ্দিক হত্যার বিষয়ে ন্যায়বিচার পাওয়ার পথ সুগম হবে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  ‘এই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১০ সালের ২ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ১০ জন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ছাত্রদের মধ্য থেকে দু’জন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারাদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে পৃথক পৃথক রিট দায়ের করেন। এ প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন ২০১২ সালে বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে বাদীদের পক্ষে রায় প্রদান করেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চআদালতে আপিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএসসিতে যুক্ত হচ্ছে ‘এমবি বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতারের তৃতীয় দিনে আরও তিনটি রেকর্ড
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ আরও কঠিন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে: আইসিসিবি 
তৃণমূল খেলোয়াড়দের উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট: শামীম
জমকালো আয়োজনে পর্দা উঠলো কাভা আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপের
মাংস আমদানি করে দেশের ক্ষতি চাই না : মৎস্য উপদেষ্টা
পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটেনের রাজা
আসন্ন ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি  
ফ্রান্সের ল্যুভর জাদুঘরে নিরাপত্তা জোরদারের নির্দেশ মাখোঁর
সুনামগঞ্জে ‘ইসিএ’ ব্যবস্থাপনা কমিটির সভা 
১০