ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১২

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:১১ আপডেট: : ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:১৬

মুন্সিগঞ্জ, ৩  জানুয়ারি, ২০২৫ (বাসস): ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, জীবন (২৪) রায়হান (৩৬), রাকিব ( ২৫) এবং সবুজ ( ৩৫)।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি বাসসকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় মাওয়াগামী একটি কাভার্ডভ্যানকে আব্দুল্লাহ পরিবহনের একটি মিনিবাস ধাক্কা দিলে যাত্রীবাহী মিনিবাসটি ধুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জীবন (২৪) এবং বাসযাত্রী সিরাজদিখন উপজেলার মারখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের মহিউদ্দিন আহম্মেদের পুত্র মো. রায়হান (৩৬ )।

এ সময় ৯ জন আহত হয়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এদিকে আজ ভোর ৫টায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী বাস পুর্বাসা পরিবহনকে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুই বাসযাত্রী নিহত হন।

নিহতরা হলেন, ঝিনাইদহের হালিদানিয়াপাড়ার কাশেমের পুত্র রাকিব ( ২৫) এবং চুয়াডাঙ্গার সিএন্ডবি পাড়ার আবুল হোসেনের পুত্র সবুজ (৩৫)।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ক্যামলিয়া সরকার জানান, আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্টার উদযাপনের প্রস্তুতিতে খ্রিস্টান সম্প্রদায়
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশকে ৭২৪ কোটি টাকা দেবে জার্মানি
সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার অঙ্গীকারাবদ্ধ : এহসানুল হক
সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ
পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন
সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঝিনাইদহে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল
জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে ইসি 
এফওসিতে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব
১০