কুমিল্লায় মাঝারি মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫২
শুক্রবারে কুমিল্লা শহর। ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কুমিল্লায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভব হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.০। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান।

আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে ক্ষয়-ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

আবহাওয়া অফিস জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

জানা যায়, তীব্র শীত ও সরকারি ছুটির দিন হওয়ায় মানুষ অনেকটা আরাম-আয়েশে ছিল, কেউ কেউ ঘুমিয়ে এবং কেউ শুয়ে সময় কাটাচ্ছিল। ফলে ভূমিকম্পে স্থানীয়দের তেমন আতঙ্কিত হতে দেখা যায়নি। তবে যারা টের পেয়েছেন তারা দ্রুত বাসা থেকে বেরিয়ে আসেন।

নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা মাসুদ আলম জানান, মাঝারী মাত্রার কম্পন হওয়ায় আমরা ঝাকুনি খেয়েছি। আতঙ্কে বাসা থেকে নিচে নেমে আসি। প্রচণ্ড শীতে বেশিরভাগ মানুষ চাঁদর মুড়ি দিয়েছিল। তাই অনেকই আবার সেটি আমলে নেননি, শীতের ভয়ে বের হননি।

নগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ এলাকার বাসিন্দা আশিকুর রহমান বলেন, ছুটির দিন হওয়ায় আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে শুনেছি ভূমিকম্প হয়েছে। আমরা টের পাইনি।

কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড এর ব্যবসায়ী রিয়াদ হোসেন জানান, নগরীর অন্যান্য এলাকার চেয়ে মনে হয় কান্দিরপাড়ে একটু বেশি কাপুনি অনুভূত হয়েছে। আমরা তখন দোকান থেকে রাস্তায় বের হয়ে আসি।

কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, সকাল ১০টা ৩২ মিনিট ৪০ সেকেন্ডে অনুভুত ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
১ দফা দাবিতে উত্তাল ছিল চাঁপাইনবাবগঞ্জের রাজপথ
ইসির খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট
রাশিয়ায় বাসের সাথে ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ১১
তাইওয়ানে প্রবল বর্ষণে ৪ জনের মৃত্যু
কাল খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
ছাত্রলীগকে পরাজিত করে ছাত্রজনতার জয়
ব্রাজিলে ট্রাম্পের প্রশংসায় বলসোনারো সমর্থকদের সমাবেশ
ফেনীতে জুলাই জাগরণ আলোচনা সভা
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ভারতীয় ১৪ জেলে আটক
১০