কুমিল্লায় মাঝারি মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫২
শুক্রবারে কুমিল্লা শহর। ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কুমিল্লায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভব হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.০। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান।

আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে ক্ষয়-ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

আবহাওয়া অফিস জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

জানা যায়, তীব্র শীত ও সরকারি ছুটির দিন হওয়ায় মানুষ অনেকটা আরাম-আয়েশে ছিল, কেউ কেউ ঘুমিয়ে এবং কেউ শুয়ে সময় কাটাচ্ছিল। ফলে ভূমিকম্পে স্থানীয়দের তেমন আতঙ্কিত হতে দেখা যায়নি। তবে যারা টের পেয়েছেন তারা দ্রুত বাসা থেকে বেরিয়ে আসেন।

নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা মাসুদ আলম জানান, মাঝারী মাত্রার কম্পন হওয়ায় আমরা ঝাকুনি খেয়েছি। আতঙ্কে বাসা থেকে নিচে নেমে আসি। প্রচণ্ড শীতে বেশিরভাগ মানুষ চাঁদর মুড়ি দিয়েছিল। তাই অনেকই আবার সেটি আমলে নেননি, শীতের ভয়ে বের হননি।

নগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ এলাকার বাসিন্দা আশিকুর রহমান বলেন, ছুটির দিন হওয়ায় আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে শুনেছি ভূমিকম্প হয়েছে। আমরা টের পাইনি।

কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড এর ব্যবসায়ী রিয়াদ হোসেন জানান, নগরীর অন্যান্য এলাকার চেয়ে মনে হয় কান্দিরপাড়ে একটু বেশি কাপুনি অনুভূত হয়েছে। আমরা তখন দোকান থেকে রাস্তায় বের হয়ে আসি।

কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, সকাল ১০টা ৩২ মিনিট ৪০ সেকেন্ডে অনুভুত ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি
মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যাকান্ড : ডিএমপি
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
চন্দনাইশের স্বপ্ন বিলাসের স্বপ্ন সারাদেশে ছড়িয়ে দিতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার
জুলাই-গণঅভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে ফুটবল টুর্নামেন্ট শুরু
চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা মামলায় তিন আসামিকে বাদ দেওয়া ‘রহস্যজনক’ : যুবদল
বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে  কিশোর নিহত
১০