কুমিল্লায় মাঝারি মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নেই

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫২
শুক্রবারে কুমিল্লা শহর। ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কুমিল্লায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভব হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.০। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান।

আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এতে ক্ষয়-ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

আবহাওয়া অফিস জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

জানা যায়, তীব্র শীত ও সরকারি ছুটির দিন হওয়ায় মানুষ অনেকটা আরাম-আয়েশে ছিল, কেউ কেউ ঘুমিয়ে এবং কেউ শুয়ে সময় কাটাচ্ছিল। ফলে ভূমিকম্পে স্থানীয়দের তেমন আতঙ্কিত হতে দেখা যায়নি। তবে যারা টের পেয়েছেন তারা দ্রুত বাসা থেকে বেরিয়ে আসেন।

নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা মাসুদ আলম জানান, মাঝারী মাত্রার কম্পন হওয়ায় আমরা ঝাকুনি খেয়েছি। আতঙ্কে বাসা থেকে নিচে নেমে আসি। প্রচণ্ড শীতে বেশিরভাগ মানুষ চাঁদর মুড়ি দিয়েছিল। তাই অনেকই আবার সেটি আমলে নেননি, শীতের ভয়ে বের হননি।

নগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ এলাকার বাসিন্দা আশিকুর রহমান বলেন, ছুটির দিন হওয়ায় আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে শুনেছি ভূমিকম্প হয়েছে। আমরা টের পাইনি।

কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড এর ব্যবসায়ী রিয়াদ হোসেন জানান, নগরীর অন্যান্য এলাকার চেয়ে মনে হয় কান্দিরপাড়ে একটু বেশি কাপুনি অনুভূত হয়েছে। আমরা তখন দোকান থেকে রাস্তায় বের হয়ে আসি।

কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, সকাল ১০টা ৩২ মিনিট ৪০ সেকেন্ডে অনুভুত ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০