ঠাকুরগাঁয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:০১

ঠাকুরগাঁও, ৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) ও মামুনুর রশিদ (৩৫) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে পীরগঞ্জ থানার সামনে ও পৌর শহরের ভেলাতৈড় জামতলিতে দু’টি  দুর্ঘটনা ঘটে।
নিহত তোজাম্মিন শাহনাজ রেবু পীরগঞ্জ পৌর এলাকার মিত্রবাটি এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী। অন্যদিকে, নিহত মামুনুর রশিদ সদর উপজেলার ভেলাজান এলাকার বাসিন্দা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শনিবার সকালে তোজাম্মিন শাহনাজ রেবু ও তার পরিবারের অন্য সদস্যরা চার্জার ভ্যান যোগে ভেলাতৈড় যাচ্ছিলেন। পথিমধ্যে চার্জার ভ্যানটি পীরগঞ্জ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মিনিবাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তোজাম্মিন শাহনাজ রেবু নিহত হন।

তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘাতক মিনি বাসটিকে আটক করা হয়েছে।

অন্যদিকে, শনিবার সকালে ঠাকুরগাঁও- গড়েয়া সড়কের সালন্দর মানবকল্যাণ পাড়া এলাকায় এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক মামুনুর রশিদ গুরুতর আহত হন। মামুনুর রশিদকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনতগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
জামায়াত আমীরের সঙ্গে মার্কিন চার্জ দ্য এ্যাফেয়ার্সের সাক্ষাৎ
বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭; মরদেহ হস্তান্তর ২০ জনের 
বৈমানিক তৌকিরের মৃত্যুতে কৃষ্ণচন্দ্রপুর গ্রামে শোকের ছায়া
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় অর্থনীতি সমিতির শোক
ঢাকায় নিহত পাইলট তৌকিরের দাফন রাজশাহীতে, চলছে কবর খনন
বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার : প্রেস উইং
কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
বরগুনার অগ্নিকাণ্ডের ভিডিও দিয়ে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
১০