ঠাকুরগাঁয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:০১

ঠাকুরগাঁও, ৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) ও মামুনুর রশিদ (৩৫) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে পীরগঞ্জ থানার সামনে ও পৌর শহরের ভেলাতৈড় জামতলিতে দু’টি  দুর্ঘটনা ঘটে।
নিহত তোজাম্মিন শাহনাজ রেবু পীরগঞ্জ পৌর এলাকার মিত্রবাটি এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী। অন্যদিকে, নিহত মামুনুর রশিদ সদর উপজেলার ভেলাজান এলাকার বাসিন্দা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শনিবার সকালে তোজাম্মিন শাহনাজ রেবু ও তার পরিবারের অন্য সদস্যরা চার্জার ভ্যান যোগে ভেলাতৈড় যাচ্ছিলেন। পথিমধ্যে চার্জার ভ্যানটি পীরগঞ্জ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মিনিবাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তোজাম্মিন শাহনাজ রেবু নিহত হন।

তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘাতক মিনি বাসটিকে আটক করা হয়েছে।

অন্যদিকে, শনিবার সকালে ঠাকুরগাঁও- গড়েয়া সড়কের সালন্দর মানবকল্যাণ পাড়া এলাকায় এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক মামুনুর রশিদ গুরুতর আহত হন। মামুনুর রশিদকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনতগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ
পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন
সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঝিনাইদহে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল
জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে ইসি 
এফওসিতে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব
তিন ঘণ্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ পুনঃস্থাপন
তিস্তা নদীতে নির্মাণাধীন সেতুর কাজ পাঁচ বছর ধরে বন্ধ
চট্টগ্রামের হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের জরিমানা
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
১০