সিরাজগঞ্জে দুই কৃষক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২০:২৪

সিরাজগঞ্জ, ৫ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলার উল্লাপাড়ায় কৃষক মকবুল হোসেন ও সাইফুল ইসলাম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ৮ জনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বেলা ১২টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ প্রদান করেন।

মৃত্যুপ্রাপ্তরা হলেন জেলার উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু, মো. কাওসার আলী, মো. মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের মো. মোতালেব, রেজাউল, সাদ্দাম, মনির হোসেন, আশরাফ আলী, বেল্লাল হোসেন, দুলাল হোসেন ও আব্দুল আওয়াল।

রায়ের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর অতিরিক্ত সরকারি কৌসুলি (এপিপি) এডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও আব্দুল লতিফ আকন্দ জানান, আসামিদের উপস্থিতিতে আদালত আজ রায় প্রদান করেন। রায় শেষে তাদেরকে কারাগাওে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের কৃষক সাইফুল ইসলামের সাথে প্রতিবেশী আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে সাইফুল ইসলাম তার ভাই সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেন-সহ অন্যরা বাড়ির উঠানে বসে ছিলেন। একপর্যায়ে হাসানুর রহমান হাসুর নেতৃত্বে আসামিরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে সাইফুল ইসলামের বাড়িতে এসে তাদের উপর হামলা চালায়। হামলাকারিরা মকবুল হোসেন, আবুল কালাম, সাইফুল ইসলাম, সোনা মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে মকবুল হোসেন, সোনা মিয়া ও সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে, চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদি হয়ে ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ১৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

বিচার চলাকালে এ মামলায় ২১ জনের  সাক্ষ্যগ্রহণ করে আদালত। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমান শেষে আজ রোববার আদালত মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাজবজীবন কারাদণ্ড প্রধান করে। আদালত ৩৯ জন আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০