পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:২৬
দুই মাস পর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হচ্ছে। ছবি: বাসস

পটুয়াখালী, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রায় দুই মাস পর পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু হয়েছে গতরাতে। এর ফলে দেশের বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ যোগান দেবে কেন্দ্রটি।

সোমবার রাতে ওই কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে মঙ্গলবার বেলা ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ৯টা থেকে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ ছিলো। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিট থেকে উৎপাদিত ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০