
টাঙ্গাইল, ১০ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার কালিহাতীতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চিপস তৈরি, পরিবেশন এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অভিযোগে মম ফুড প্রোডাক্টসকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সয়া বাজার সংলগ্ন মম ফুড প্রোডাক্টস কোম্পানিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, কালিহাতীর সয়া বাজার সংলগ্ন মম ফুড প্রোডাক্টস দীর্ঘদিন যাবৎ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চিপস তৈরি, পরিবেশন এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মম ফুড প্রোডাক্টসকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সেনাবাহিনী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।