ঝিনাইদহে অস্ত্রসহ আটক ৩

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩২

ঝিনাইদহ, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার কামতা গ্রাম থেকে গতরাত সাড়ে ১১টায় গ্রামবাসী দেশী অস্ত্রসহ তিন চাঁদাবাজকে আটক করেছে।

আটকরা হচ্ছে শৈলকুপা উপজেলার ফুলহরি নতুন বাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে দিন মোহাম্মদ (৩৫), একই উপজেলার ভগবাননগর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস (২৬) ও ঝিনাইদহ সদর উপজেলার মহামায়া গ্রামের কওছার মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৩২)।

সোমবার মধ্যরাতে গ্রামবাসী চাপাতি ও চাইনিজ কুড়ালসহ তিনজনকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানিয়েছে, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়া ভাবে চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পে জানালে গ্রামবাসীকে পাহারা বসানোর পরামর্শ দেয় পুলিশ। সোমবার রাতে কামতা গ্রামের মিন্টু, আবুল হোসেন ও কেরানীর বাড়িতে চাঁদার জন্য হানা দেয় আটকরা ।

এসময় চাঁদাবাজদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার দিলে গ্রামের মানুষ তাদের ঘিরে ফেলে। চাঁদাবাজরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওই রাতে গ্রামের মানুষ আবারো তাদের ধরার জন্য ওৎ পেতে থাকে। চাঁদাবাজরা আবারো গ্রামে প্রবেশ করার চেষ্টা করলে তিনজনকে অস্ত্রসহ তিনজনকে আটক করে।

পরে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১টা ৩০মিনিটে কামতা গ্রামের সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন বলে জানান সদর থানার ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার : আটক ২
গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে : নাহিদ ইসলাম
শিল্পকলায় জার্মান নাট্যকার ব্রেখটের 'ব্যতিক্রম এবং নিয়ম'-এর দ্বিতীয় সফল মঞ্চায়ন
সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান
সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
১০