শিরোনাম
ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চাটুকারের রাজনীতি পরিহার করতে শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা।
তারা ছাত্র সংগঠনগুলোর নিয়মিত সম্মেলনের গুরুত্ব, রাজনৈতিক বিবেচনায় ছাত্রাবাসে আসন বণ্টন বন্ধ ও আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি উৎসাহিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন।
আজ ঢাকা কলেজ মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ছাত্র সমাজ কল্যাণের ব্যানারে ‘পরিবর্তনের ছাত্র রাজনীতি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী কেফায়েত হোসেন ও আবু সায়েমের সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সভাপতিত্বে সংলাপে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন।
আলোচনায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, পূর্ববর্তী সরকারের আমলে ছাত্র সংগঠনগুলোকে স্বাধীনভাবে রাজনীতি করতে বাধা দেওয়া হয়েছিল। এখন তাদের জন্য স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ তৈরি হয়েছে।
নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলার জন্য ছাত্র সংসদ সর্বোত্তম মঞ্চ।
মানবাধিকার কর্মী সাঈদ আবদুল্লাহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে তাদের অভিন্ন শত্রু হিসেবে অভিহিত করে বলেন, রাজনীতিতে তাদের ফিরে আসা রোধে প্রতিটি ছাত্রকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি কারও জন্যই ভালো হবে না’ উল্লেখ করে তিনি বলেন, কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে রাজনীতি করতে বাধ্য করা যাবে না।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়কারী সালমান সিদ্দিক বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় হিসেবে থেকে যাবে।
তিনি বলেন, ভবিষ্যতে কেউ যদি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে যেকোনো পরিবর্তন আনতে পারে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মহাসচিব শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য তাদের ছাত্র সংগঠনগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই ধরণের ছাত্র রাজনীতির পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, ছাত্র রাজনীতির একমাত্র মানদণ্ড মেধা হওয়া উচিত নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, নীতিমালা ও মূল্যবোধ লালন করতে হবে।
জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার সদস্য সচিব মিলাদ হোসেন বলেন, এরশাদ ও শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করতে ছাত্র রাজনীতির বিকল্প নেই।
সংলাপের সভাপতি অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ছাত্র রাজনীতিকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের কল্যাণ, তাদের প্রত্যাশা ও দাবি-দাওয়া আমলে নিতে হবে। ছাত্র নেতাদের কাছে এসব বিষয় পরিষ্কার হলে ছাত্ররাজনীতি সুষ্ঠু হবে।
ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আনোয়ার মাহমুদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়াত সজল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান আফফান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রহমান রাহাত, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সভাপতি কামাল হোসেন সুমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. রিদওয়ানুল হক অন্যান্যে সঙ্গে সংলাপে অংশ নেন।