সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২০:৩৯
ছবি : বাসস

পিরোজপুর, ৮ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে পোস্ট অফিস রোডে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জুম্মার নামাজ শেষে শহরের পৌর গোরস্থানে তাঁর কবর জিয়ারত করেন পরিবারের সদস্য ও জেলা বিএনপির নেতাকর্মীরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির, সাইদুল ইসলাম কিসমত, সদর উপজেলা বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হোসেন টিপু, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান কবির ও জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আখতারুজ্জামান মাসুম।

এছাড়া গাজী নুরুজ্জামান বাবুলের ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র ও ভাগ্নে টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাজু মুনতাসিরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৬ সালে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল, জিয়াউর রহমানের হাত ধরে জাগো দলে যোগ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে প্রবেশ করেন। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৫৮ বছর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তিনি পিরোজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সাংগঠনিক দক্ষতায় এ অঞ্চলে অজস্র বিএনপি নেতাকর্মী গড়ে উঠেছে।

গাজী নুরুজ্জামান বাবুল ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২৪ সালের ৬ আগস্ট ইন্তেকাল করেন। তিনি বিশিষ্ট কথাসাহিত্যিক গাজী তানজিয়ার (সুমি) বাবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০