পঞ্চগড়ে ফের মৃদু শৈত্যপ্রবাহ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:১০

পঞ্চগড়, ১৪ জানুয়ারী, ২০২৫(বাসস) : জেলায় জেঁকে বসেছে শীত। দুই দিনের ব্যবধানে আবারও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ফের নেমেছে ১০ ডিগ্রির নিচে।

আজ সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেখা মিলেছে রোদের। 

এরআগে, সোমবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে কমতে থাকে তাপমাত্রা। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের তীব্রতা। সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকে পথঘাট। 

এই শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা। সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবিরা। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকে এখানে সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিলো ৯৪ শতাংশ। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনে দিনের সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ 
কক্সবাজার কারাগারে বিভিন্ন প্রজাতির ২০০ বৃক্ষরোপণ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফেনীতে জামায়াতের বিক্ষোভ
লামার পর্যটনকেন্দ্র ও রিসোর্ট খুলে দেওয়া হয়েছে  
মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
আলু বোখারা উৎপাদনে সফল ফেনী হর্টিকালচার সেন্টার  
৫ আগস্ট সারাদেশে সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে
শ্যামলীতে চাপাতি-বাইকসহ তিনজন গ্রেফতার
পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : খেলাফত মজলিস
১০