হাইমচরের চরভৈরবী থেকে ৫০০ কেজি জাটকা জব্দ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৩৬ আপডেট: : ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪
মঙ্গলবার দুপুরে চাঁদপুরেরর হাইমচর উপজেলার ৫০০ কেজি জাটকা জব্দ করে কোস্ট গার্ড। ছবি: বাসস

চাঁদপুর, ১৪ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলার হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় আজ ৪ঘন্টা অভিযান চালিয়ে ৫০০ কেজি (১২.৫মণ) জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুর ১ টায় জব্দ জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে হাইমচর উপজেলার মেঘনা উপকূলীয় চরভৈরবী মাছঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

এসময় চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ইলিশ প্রকল্পের মনিটরিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফজলুর রহমান জানান, জব্দ জাটকা মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্রদের বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক খোঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
জিম্মিমুক্তি আলোচনার মাঝেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব ফেলবে: ফেড কর্মকর্তার সতর্কতা
ঢাবি ছাত্র সাম্য-আবু বকর খুনের ঘটনায় বিচারিক তদন্ত ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
১০