কুমিল্লায় অস্ত্রসহ আটক ৩

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:০০
কুমিল্লা জেলায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৪ জানুয়ারি, ২০২৫(বাসস) : জেলায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পযন্ত নগরীর অশোকতলা ও রানীরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন অশোকতলা এলাকার জাকির হোসেন (৩৮), ফজলে রাব্বি (২৮) ও লিটন (৪২)। পরে তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, তিন সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতয়ালী থানায় হস্তান্তর করেছে। সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, রাব্বির বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়। পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দলটি রাতভর অভিযান চালিয়ে একই এলাকার লিটনকে (৪২) আটক করে। এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, একটি চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

এছাড়া মঙ্গলবার ভোর রাতে আদর্শ সদর সেনা ক্যাম্পের টহল দল সন্ত্রাসী ফজলে রাব্বি ওরফে “পয়েন্ট রাব্বি”কে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। 

ফজলে রাব্বির বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি চালানোর ঘটনায় তার সম্পৃক্ততার তথ্যও উঠে এসেছে। বর্তমানে তার বিরুদ্ধে ৭টি মামলা চলমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০