ঘুষের টাকাসহ পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ কথা জানান।

দুদক জানায়, ‘গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার নামের একজন সেবাগ্রহীতা পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।’

পরবর্তী সময়ে মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়, যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। 
এরপর আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদক জানায়, গ্রেফতার অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম, যার নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী। সার্বিক কার্যক্রমের তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
ভিন্ন ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
বাংলাদেশের গ্রুপে থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম
জানুয়ারির মধ্যে আবু সাঈদ হত্যার বিচার শেষের প্রত্যাশা প্রসিকিউশনের
জয়পুরহাটে নবম জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার: ধর্ম মন্ত্রণালয়
একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ হাসান
‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’-কে স্বাগত জানাল মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন
সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
১০