ঘুষের টাকাসহ পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ কথা জানান।

দুদক জানায়, ‘গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার নামের একজন সেবাগ্রহীতা পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।’

পরবর্তী সময়ে মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়, যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। 
এরপর আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদক জানায়, গ্রেফতার অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম, যার নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী। সার্বিক কার্যক্রমের তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির কাছাকাছি: ট্রাম্প
ইমরানের দলকে আলোচনায় বসার প্রস্তাব পাকিস্তান সরকারের
এমএইচ১৭ বিমান ভূপাতিত করার বিষয়ে পুতিনের সাথে আলোচনা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 
মাদারীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন
তীব্র চাহিদার কারণে উৎপাদনে হিমশিম খাচ্ছে কিউবার চুরুট কারখানা
গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে নিহত ৩৪
বরগুনায় মাছ জব্দ, এতিমখানায় বিতরণ
জুলাই গণহত্যার বিচারে সহায়তার জন্য ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ গ্রন্থটি ট্রাইব্যুনালে প্রদান
ইউক্রেন শান্তি আলোচনা : কিয়েভ ও মস্কোর অবস্থান
নড়াইলে বোরো ধানের ফলনে স্বস্তিতে কৃষক
১০