ঘুষের টাকাসহ পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ কথা জানান।

দুদক জানায়, ‘গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার নামের একজন সেবাগ্রহীতা পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।’

পরবর্তী সময়ে মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়, যেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। 
এরপর আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদক জানায়, গ্রেফতার অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম, যার নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী। সার্বিক কার্যক্রমের তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চায়না প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান
পটিয়ার যুবলীগ ক্যাডার বুলবুল ডাকাত চট্টগ্রাম নগরে গ্রেপ্তার
ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ
দুই বছরের জন্য টাফেলকে নিয়োগ দিল বিসিবি
কক্সবাজার, ঢাকা ও পাবনায় দুদকের পৃথক এনফোর্সমেন্ট অভিযান
ক্যান্সার হাসপাতালে জামায়াতের ১ কোটি টাকা অনুদান
দেশব্যাপী বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় বাংলাদেশের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা
১০