নাটোরে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৫০
নাটোরে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান । ছবি; বাসস

নাটোর, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে জেলা স্টেডিয়ামের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ উপলক্ষে বের হওয়া শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আসমা শাহীন।

বুধবার বেলা ১১টায় কালেক্টরেট ভবন চত্ত্বর থেকে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং জিরো ওয়েস্ট ব্রিগেড এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিন করে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়া হাত ধোয়া কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থীসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য নাটোর গড়ে তুলতে চাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রওশন আলী জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখতে জেলায় স্কাউট সহযোগে ৩০ সদস্যের জিরো ওয়েস্ট ব্রিগেড গঠন করা হয়েছে।  

কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ স্কাউট সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেফতার
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি
ঝিনাইদহে জুলাই শহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার ভাগ্য নির্ধারণী উচ্চকক্ষ নির্বাচন আজ
আশ্রয় স্থগিতাদেশের পর প্রথম আগত অভিবাসীদের আটক করল গ্রিস
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই ১৪ বছরের: অধ্যাপক আলী রীয়াজ
সেনাসদর নির্বাচনী পর্ষদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
জুলাই অভ্যুত্থানে ৯ শহীদের স্মরণে ৯ টি আমের চার রোপণ
চকবাজারে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেফতার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
১০