নাটোরে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৫০
নাটোরে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান । ছবি; বাসস

নাটোর, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে জেলা স্টেডিয়ামের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ উপলক্ষে বের হওয়া শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আসমা শাহীন।

বুধবার বেলা ১১টায় কালেক্টরেট ভবন চত্ত্বর থেকে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং জিরো ওয়েস্ট ব্রিগেড এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিন করে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়া হাত ধোয়া কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থীসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য নাটোর গড়ে তুলতে চাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রওশন আলী জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখতে জেলায় স্কাউট সহযোগে ৩০ সদস্যের জিরো ওয়েস্ট ব্রিগেড গঠন করা হয়েছে।  

কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ স্কাউট সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তীব্র চাহিদার কারণে উৎপাদনে হিমশিম খাচ্ছে কিউবার চুরুট কারখানা
গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে নিহত ৩৪
বরগুনায় মাছ জব্দ, এতিমখানায় বিতরণ
জুলাই গণহত্যার বিচারে সহায়তার জন্য ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ গ্রন্থটি ট্রাইব্যুনালে প্রদান
ইউক্রেন শান্তি আলোচনা : কিয়েভ ও মস্কোর অবস্থান
নড়াইলে বোরো ধানের ফলনে স্বস্তিতে কৃষক
চুয়াডাঙ্গায় আম সংগ্রহ অভিযানের উদ্বোধন
ট্রাম্প প্রশাসন রুশ বিজ্ঞানীকে বহিষ্কার করতে চাইছে : আইনজীবী
নাটোরে মধু মাস শুরু
পশ্চিম তীরে আহত গর্ভবতী ইসরাইলি নারীর মৃত্যু: হাসপাতাল 
১০