ঝিনাইদহে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪২
ঝিনাইদহে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত।. ছবি ; বাসস

ঝিনাইদহ, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

নিহত নাঈম মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মহেশপুর পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

আজ বুধবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 এঘটনায় আহত হয়েছে অপর এক আরোহী সালিম হোসেন। সালিম  নিহত নাঈমের চাচাতো ভাই।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, আজ সকালে ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে মহেশপুর শহরে যাচ্ছিল নাঈম হোসেন ও তার চাচাতো ভাই সালিম। পথিমধ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে তারা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। 

এতে নাঈম ও সালিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারজানা নাজনীন শাম্মি জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিলো। এদের মধ্যে নাঈম হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আহত সালিম হোসেনের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বাসস'কে বলেন, নাঈম হোসেন তার বাবার মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় নাঈম । 

সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার ভাগ্য নির্ধারণী উচ্চকক্ষ নির্বাচন আজ
আশ্রয় স্থগিতাদেশের পর প্রথম আগত অভিবাসীদের আটক করল গ্রিস
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই ১৪ বছরের: অধ্যাপক আলী রীয়াজ
সেনাসদর নির্বাচনী পর্ষদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
জুলাই অভ্যুত্থানে ৯ শহীদের স্মরণে ৯ টি আমের চার রোপণ
চকবাজারে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেফতার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
হ্যানয়তে পেট্রোলচালিত বাইক নিষিদ্ধের ঘোষণায় ক্ষুব্ধ স্কুটার চালকরা
গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনী নিহত 
১০