ঝিনাইদহে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪২
ঝিনাইদহে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত।. ছবি ; বাসস

ঝিনাইদহ, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

নিহত নাঈম মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মহেশপুর পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

আজ বুধবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 এঘটনায় আহত হয়েছে অপর এক আরোহী সালিম হোসেন। সালিম  নিহত নাঈমের চাচাতো ভাই।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, আজ সকালে ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে মহেশপুর শহরে যাচ্ছিল নাঈম হোসেন ও তার চাচাতো ভাই সালিম। পথিমধ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে তারা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। 

এতে নাঈম ও সালিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারজানা নাজনীন শাম্মি জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিলো। এদের মধ্যে নাঈম হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আহত সালিম হোসেনের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বাসস'কে বলেন, নাঈম হোসেন তার বাবার মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় নাঈম । 

সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ সদস্য গ্রেফতার
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে মতবিনিময় সভা
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় ২৫ মিলিয়ন ক্রোন সহায়তা দেবে ডেনমার্ক 
ফারইস্টের সাবেক পরিচালক খালেক ৩ দিনের রিমান্ডে
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের ভূমি দখলের ভুয়া খবর শনাক্ত: বাংলাফ্যাক্ট
জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বিনিময় চুক্তি
বিমসটেকের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার এডিবি’র
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
ভিন্ন ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
বাংলাদেশের গ্রুপে থাইল্যান্ড, চায়না, ভিয়েতনাম
১০