ঝিনাইদহে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪২
ঝিনাইদহে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত।. ছবি ; বাসস

ঝিনাইদহ, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

নিহত নাঈম মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে মহেশপুর পাইলট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

আজ বুধবার সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 এঘটনায় আহত হয়েছে অপর এক আরোহী সালিম হোসেন। সালিম  নিহত নাঈমের চাচাতো ভাই।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, আজ সকালে ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়তে মহেশপুর শহরে যাচ্ছিল নাঈম হোসেন ও তার চাচাতো ভাই সালিম। পথিমধ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে তারা আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। 

এতে নাঈম ও সালিম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফারজানা নাজনীন শাম্মি জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিলো। এদের মধ্যে নাঈম হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আহত সালিম হোসেনের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বাসস'কে বলেন, নাঈম হোসেন তার বাবার মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় নাঈম । 

সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি ক্রয় বিধি, ২০২৫ কার্যকর 
রাজশাহীতে মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা
অনলাইনে প্রতারণাকারী চক্রের মূল হোতা গ্রেফতার
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে জিয়া পরিষদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ভোলায় ৮০টি পূজামণ্ডপে কোস্টগার্ডের নিরপত্তা জোরদার 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার
ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে ডিএসই’র আজকের লেনদেন
আফগানিস্তানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট : এএফপি 
দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম
দুই বছর পর শতবর্ষী মন্দিরে নারীদের উদ্যোগে দুর্গাপূজার আয়োজন
১০