টাঙ্গাইলে তিন দিনব্যাপী লোক সংস্কৃতি ও  পিঠা উৎসব শুরু

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৮
টাঙ্গাইলে তিন দিনব্যাপী লোক সংস্কৃতি ও  পিঠা উৎসব শুরু। ছবি ; বাসস

টাঙ্গাইল, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় তিনদিনব্যাপী শুরু হয়েছে লোক সংস্কৃতি ও পিঠা উৎসব।

আজ বুধবার বেলা ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কালচারাল রিফরমেশন ফোরাম ও জেলার আয়োজনে  তিন দিনব্যাপী লোক সংস্কৃতি ও পিঠা উৎসব ২০২৫ এর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোক সংস্কৃতি ও পিঠা উৎসব কমিটির আহ্বায়ক আবুল কালাম মোস্তফা লাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গোলাম আম্বিয়া নুরী, জেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দর্শকের উপস্থিতিতে ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠিখেলা ও মেয়েদের হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।

মেলায় ৪২টি স্টলে স্থান পেয়েছে দুধের পিঠা, ভাপা, নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠা সহ বিভিন্ন রকমের পিঠার সমারোহ।

মেলায় দর্শনার্থীরা জানায়, কুয়াশার সকালে কিংবা সন্ধ্যায় হিমেল বাতাসে মুখরোচক পিঠার স্বাদ নেওয়া ভোজন বিলাসী বাঙালির ঐতিহ্যের অংশ।

চলচ্চিত্র পরিচালক ও মেলায় অংশগ্রহণকারী বাইস্কোপ পিঠাঘরের স্বত্বাধিকারী রিয়াজুল রিজু জানান, নবীন ও প্রবীণ এর সমন্বয় এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এজন্য আমি আনন্দিত।

নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় পিঠার পরিচয় করিয়ে দিতে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি। প্রতি বছর যেন এ রকম লোক সংস্কৃতি ও পিঠা উৎসবের আয়োজন করা হয় এমনটা প্রত্যাশা তার।

মেলায় ঘুরতে আসা টাঙ্গাইল  সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক প্রকৌশলী জাহিদ রানা জানান, দীর্ঘদিন পর টাঙ্গাইলে একটি ব্যতিক্রমধর্মী লোক সংস্কৃতি ও পিঠা উৎসবের আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি প্রতিটি পিঠার স্টল ঘুরে দেখেছি। স্টলে বিভিন্ন রকমের পিঠার ডালি সাজিয়ে রেখেছে দোকানিরা। খুব ভালো লাগলো। নতুন নতুন অনেক পিঠার সাথে পরিচিত হলাম। সেগুলোর স্বাদ নিলাম। পিঠাগুলো  খুব মজার ছিল।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার ভাগ্য নির্ধারণী উচ্চকক্ষ নির্বাচন আজ
আশ্রয় স্থগিতাদেশের পর প্রথম আগত অভিবাসীদের আটক করল গ্রিস
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই ১৪ বছরের: অধ্যাপক আলী রীয়াজ
সেনাসদর নির্বাচনী পর্ষদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
জুলাই অভ্যুত্থানে ৯ শহীদের স্মরণে ৯ টি আমের চার রোপণ
চকবাজারে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেফতার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
হ্যানয়তে পেট্রোলচালিত বাইক নিষিদ্ধের ঘোষণায় ক্ষুব্ধ স্কুটার চালকরা
গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনী নিহত 
শ্রীলঙ্কায় ইস্টার সানডে বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য শীর্ষ পুলিশ কর্মকর্তা বরখাস্ত 
১০