রংপুরে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মহাসড়ক বিট পুলিশিং সভা

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:১৫
রংপুরে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মহাসড়ক বিট পুলিশিং সভা। ছবি ; বাসস

রংপুর, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : আজ বুধবার হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন-এর উদ্যোগে জেলার তারাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় ফাজিলপুর  দ্বিমুখী উচ্চ-বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে রোড সেফটি ও ট্রাফিক আইন সংক্রান্ত ‘দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মহাসড়ক বিট পুলিশিং সভা’-শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। 

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তিনি দেখান যে, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর বাংলাদেশে গড়ে প্রায় সাড়ে সাত হাজার  থেকে আট হাজার মানুষ মারা যায়। দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের একটি বড় অংশই শিক্ষার্র্থী। 

পুলিশ সুপার বলেন, সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হচ্ছে গাড়ির চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন না মানা এবং রাস্তা পারাপারসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী ও পথচারীদের অসচেতনতা। 

মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। তরুণ শিক্ষার্থীদের ড্রাইভিং লাইসেন্স না থাকলে এবং বয়স ১৮ বছর না হলে মোটরসাইকেল চালনা থেকে বিরত থাকার আহ্বান জানান। 

তিনি আরো বলেন, দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ মহাসড়কে তৎপর রয়েছে। 

‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’-এ কথাটি মনে রেখে তিনি স্কুলের শিশুদেরকে মহাসড়কে ও রাস্তায় চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চলার জন্য উদ্বুদ্ধ করেন। 

এছাড়াও, পুলিশ সুপার ছাত্র-ছাত্রীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে ব্রিফ করেন এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। অতঃপর তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

এ সময় আরো বক্তব্য রাখেন- তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় তারাগঞ্জ লোকাল থানার অফিসার ইনচাজ ও ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  

অনুষ্ঠানে ফাজিলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দু’শতাধিক বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
 
উপস্থিত ছাত্রছাত্রী ও শিক্ষকগণ হাইওয়ে পুলিশের এই ধরনের সচেতনতামূলক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান। 

নিরাপদ মহাসড়ক তৈরিতে শিক্ষক ও ছাত্রছাত্রীরা হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
১০