কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে ১২ এপ্রিল, আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ২০:১৮
নয়টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ছবি: বাসস

বাকৃবি, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : এ বছর নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল। ওইদিন বেলা ১১টায় সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। কৃষি গুচ্ছের নেতৃত্ব দিবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন। 

বৃহস্পতিবার বাকৃবির উপাচার্যের অফিসে সকল কৃষি গুচ্ছে উপাচার্যদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

হেলাল উদ্দীন বলেন, বাকৃবি উপাচার্যের কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা-১% এবং উপজাতি,পার্বত্যাঞ্চলের বাংলাদেশি ও অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১% কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার দু’শত টাকা।

ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিদেশ কেন্দ্রে পাস ৮৭ দশমিক ৩৫ শতাংশ 
এসএসসিতে টাঙ্গাইল মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
জামালপুর সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ
এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আগামীকাল
লালমনিরহাট সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় বিএসএফ
ভোলায় নদী উত্তাল: আভ্যন্তরীণ ১৫ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ 
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ
নির্বাচনী তদন্ত কমিটির কার্যক্রম তদারকিতে ইসি’র কমিটি গঠন
খুলনায় পাট-চিংড়ি রপ্তানি আয় প্রায় ৬ হাজার কোটি টাকা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নতুন গতিপথ নির্ধারণ করেছে : শান্ত
১০