হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:১৬

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : হাইতিতে মার্কিন দূতাবাসের কাছে তীব্র গোলাগুলির ঘটনার পর একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

ক্রমবর্ধমান গ্যাং সহিংসতায় জর্জরিত দরিদ্র ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বাসিন্দারা এএফপিকে নিশ্চিত করেছেন যে, বিমানবন্দরের কাছে তাবারে এলাকায় গ্যাং ও পুলিশের মধ্যে দীর্ঘক্ষণ গুলিবর্ষণের শব্দ শোনা গেছে। 

এখানেই মার্কিন দূতাবাস রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে,  মার্কিন সরকারি কর্মীরা দূতাবাস প্রাঙ্গণের বাইরে সমস্ত আনুষ্ঠানিক চলাচল বন্ধ করে দিয়েছেন। 

পশ্চিম গোলার্ধের দরিদ্রতম দেশ হাইতির বেশিরভাগ অংশই প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গ্যাংদের নিয়ন্ত্রণে রয়েছে- যারা হত্যাকাণ্ড, ধর্ষণ ও অপহরণের মতো অপরাধ করে আসছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের গত মাসের এক পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথমার্ধে গ্যাং সহিংসতায় অন্তত ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছে।

এদিকে, চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সোমবার পুলিশ জানিয়েছে, তারা এক সাবেক সিনেটরকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, অপরাধী গোষ্ঠীকে অর্থায়ন ও হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে ওই ব্যক্তিকে খোঁজ করা হচ্ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধা
চুয়াডাঙ্গায় দুই শহীদের কবরে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বিআইডব্লিউটিসি’র জলযান নির্মাণ কাজ পরিদর্শন
ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
চাঁদপুরে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন
ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সমর্থন পুনর্ব্যক্ত করল ফ্রান্স
বাংলাদেশের গণতন্ত্রপন্থী আন্দোলনের সাহসিকতার প্রতি সম্মান জানালো ইইউ
রাজধানীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার ২
১০