দিনাজপুর হিলি স্থলবন্দরে ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:৫৮ আপডেট: : ০৫ আগস্ট ২০২৫, ১২:০০
ছবি : বাসস

দিনাজপুর, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার হিলি স্থলবন্দরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারত দু'দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে। 

গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ মঙ্গলবার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটি ঘোষণা করায় সোমবার সন্ধ্যায় ব্যবসায়ীরা জুলাই গনঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে সরকারি সিদ্ধান্তে একমত পোষণ করেছেন। তাই আজ মঙ্গলবার সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হয়েছে। তবে ৬ জুলাই বুধবার সকাল থেকে যথারীতি হিলি স্থল বন্দর দিয়ে স্বাভাবিক নিয়মে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি এস আই  মো.  আরিফুল ইসলাম বলেন, ‘আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা দু'দেশের মধ্যে যাতায়াত কার্যক্রম চালু থাববে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধা
চুয়াডাঙ্গায় দুই শহীদের কবরে প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ
শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
বিআইডব্লিউটিসি’র জলযান নির্মাণ কাজ পরিদর্শন
ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
চাঁদপুরে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন
ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সমর্থন পুনর্ব্যক্ত করল ফ্রান্স
বাংলাদেশের গণতন্ত্রপন্থী আন্দোলনের সাহসিকতার প্রতি সম্মান জানালো ইইউ
রাজধানীতে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার ২
১০