দিনাজপুর হিলি স্থলবন্দরে ৫ আগস্ট জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:৫৮ আপডেট: : ০৫ আগস্ট ২০২৫, ১২:০০
ছবি : বাসস

দিনাজপুর, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলার হিলি স্থলবন্দরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারত দু'দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে। 

গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ মঙ্গলবার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটি ঘোষণা করায় সোমবার সন্ধ্যায় ব্যবসায়ীরা জুলাই গনঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে সরকারি সিদ্ধান্তে একমত পোষণ করেছেন। তাই আজ মঙ্গলবার সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হয়েছে। তবে ৬ জুলাই বুধবার সকাল থেকে যথারীতি হিলি স্থল বন্দর দিয়ে স্বাভাবিক নিয়মে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি এস আই  মো.  আরিফুল ইসলাম বলেন, ‘আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা দু'দেশের মধ্যে যাতায়াত কার্যক্রম চালু থাববে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০