রংপুরে দেড় যুগ ধরে দ্বিতীয় শিল্প নগরী স্থাপন উপেক্ষিত

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:৫১
রংপুরে দেড় যুগ ধরে দ্বিতীয় শিল্প নগরী স্থাপন উপেক্ষিত। ছবি ; বাসস

॥ রেজাউল করিম মানিক ॥

রংপুর, ১৯ জানুয়ারি, ২০২৫ ( বাসস) : রংপুরে ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশনে (বিসিক) ৮২টি প্লটই পরিপূর্ণ। প্লটের অভাবে এখানে নতুন কোন শিল্প প্রতিষ্ঠান সেখানে স্থাপন করতে পারছে না। 

এখানে আরএফএলসহ ১৮টি শিল্প প্রতিষ্ঠানের অধীনে রয়েছে সবকটি প্লট। এ পরিপ্রেক্ষিতে দেড় যুগ ধরে দ্বিতীয় শিল্প নগরী গড়ে তোলার প্রস্তাব দফায় দফায় শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

সবশেষ রংপুর নগরীর হরিদেবপুর এলাকার দুটি মৌজায় ১০০ একর জমিতে দ্বিতীয় শিল্প নগরীর প্রস্তাব গত বছর পাঠানো হলেও তাও উপেক্ষিত রয়েছে। 

এর আগে নগরীর দমদমা এলাকার ধান গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পাশে ৫০ একর ও রংপুর সদরের খলেয়া গঞ্জিপুর এলাকায় ১০০ একর জায়গায় একই প্রস্তাব পাঠানো হলেও তা আলোর মুখ দেখেনি।

প্লট বরাদ্দ কমিটি ও উদ্যোক্তাদের দাবি, রংপুরে বিসিকের অধীনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক জটিলতায় দ্বিতীয় শিল্পনগরী স্থাপনের প্রস্তাব মুখ থুবড়ে পড়েছে। এ কারণে যেখানে সেখানে অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে উঠেছে। এতে প্রতিনিয়ত কৃষি জমির ওপর চাপ বাড়ছে।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির গত বছর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে শিল্পায়নের কোন বিকল্প নেই। অথচ শিল্পায়নের দিক থেকে এ অঞ্চল অনেক পিছিয়ে। 

এজন্য দেশি-বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট করার লক্ষে অবকাঠামোগত উন্ননের পাশাপাশি এ অঞ্চরের জন্য আলাদা শিল্প ও ঋণনীতি, ভ্যাট ও করণীতি প্রণয়ন এবং আঞ্চলিক বৈষম্য নিরসনসহ অঞ্চল ও জেলা ভিত্তিক শিল্পায়নের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

বিসিক সূত্র জানায়, ১৯৬৭ সালে ২০ দশমিক ৭৫ একর জায়গা নিয়ে রংপুর নগরীর সিও বাজার এলাকায় গড়ে ওঠে প্রথম বিসিক শিল্পনগরী। এরপর তা উদ্যোক্তাদের ইজারা দেওয়া হয়। প্রতিষ্ঠার পর থেকে শিল্পনগরীটিতে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্তমানে সেখানে বেহাল সড়ক, ভাঙ্গাচোরা ড্রেনেজ ব্যবস্থা, নিরাপত্তার অভাব, অপ্রসস্ত সড়ক ও অনুন্নত অবকাঠামো রয়েছে। 

এখানে মোট ৮২টি প্লট রয়েছে। প্লটগুলোর আয়তন সর্বনিম্ন ৩ হাজার ১৫০ স্কয়ার ফুট থেকে সর্বোচ্চ ১৫ হাজার স্কয়ার ফুটের মধ্যে। মোট শিল্প ইউনিট আছে ২৫টি। এর মধ্যে চালু আছে ২০টি ইউনিট। স্বাভাবিকভাবেই শিল্পোদ্যোক্তা বাড়লেও বাড়েনি প্লটের সংখ্যা।

বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট না থাকায়, এসব শিল্প ইউনিটকে অতিরিক্ত অর্থ খরচ করে নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করতে হচ্ছে। ফলে বাড়ছে কারখানা পরিচালনা ব্যয়। 

বিসিক শিল্পনগরীর ভেতরের সড়কগুলো খানাখন্দে ভর্তি এবং বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে নানা সংকট ও সীমাবদ্ধতায় থাকা এই শিল্পনগরীর সংস্কার ও বিকাশের জন্য বিভিন্ন সময়ে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরা হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

বিসিক শিল্পনগরীতে থাকা কারখানার মালিকরা জানান, গ্যাস সংযোগ থাকলে উৎপাদন আরও বৃদ্ধি পেত। অনেক সময় বিদ্যুৎ না থাকলে উৎপাদন বন্ধ থাকে। নতুন শিল্পনগরী হলেও নতুন উদ্যোক্তাদের সুযোগ হবে। রংপুরের ছোট-বড় শিল্পের বিকাশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

এদিকে, প্রতিদিনই নতুন নতুন শিল্পোদ্যোক্তারা এসে ঘুরে যাচ্ছেন প্লটের জন্য। কিন্তু বিসিক কর্তৃপক্ষ তাদের প্লট দিতে পারছে না ।

নারী উদ্যোক্তা সামসী আরা জামান কলি বিসিক শিল্প এলাকায় চামড়া ও পাটপণ্য উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপন করতে চান। কিন্ত সেখানে প্লট না থাকায় তিনি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারছেন না। 

তার মতো অনেকেই এমন সমস্যায় রয়েছেন। তারা দ্রুত দ্বিতীয় বিসিক শিল্পনগরী গড়ে তুলে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে জমি বরাদ্দের দাবি জানান।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলী বাসস-কে জানান, বিসিকের জায়গা না থাকায় যত্রতত্র অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে ওঠায় প্রতিনিয়ত কৃষি জমির ওপর চাপ বাড়ছে। তাই দ্বিতীয় বিসিক শিল্পনগরীর প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

রংপুর বিসিকের উপ-ব্যবস্থাপক এহেছানুল হক বাসস-কে জানান, বিসিক সর্বশেষ দ্বিতীয় শিল্পনগরী স্থাপনের শিল্পমন্ত্রণালয়ে প্রস্তাব গতবছর এপিলে পাঠানো হয়েছে। বর্তমানে এই প্রস্তাবের ফাইলটি গবেষণা ও পরিকল্পনা শাখায় জমা রয়েছে। 

রংপুরে দ্বিতীয় বিসিক শিল্পনগরী স্থাপন করা হলে সম্ভাবনাময় কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা গেলে রপ্তানি আয় বাড়বে। এঅঞ্চলে অর্থনীতি হবে সমৃদ্ধ ও সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
আবদুল্লাহ আল নোমান  ছিলেন চট্টগ্রামের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. শাহাদাত হোসেন 
১০