ঢাকা-মস্কো সম্পর্ক আরও জোরদারে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত

বাসস
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৩২
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দেখা করেছেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশে রাশিয়ার নব-নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সমর্থন, সহযোগিতা ও অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠকে রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত খোজিন ভারত, নেপাল ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার দায়িত্ব পালনের পর বাংলাদেশে আসার জন্য আনন্দ প্রকাশ করেন।

খোজিন বলেন, আমি বাংলাদেশে এসে খুবই অভিভূত। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অবদান রাখতে পারা সম্মানের বিষয়।

ঢাকায় পৌঁছানোর পরপরই রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

খোজিন খাদ্য নিরাপত্তা, কৃষি এবং জাহাজ নির্মাণসহ সহযোগিতার অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রগুলোর ওপরও জোর দেন।

তিনি রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগের জন্য বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

খোজিন ২০২৪ সালের ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০