যুক্তরাজ্যে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:৪০
যুক্তরাজ্যে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও লন্ডনে চিকিৎসাধীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার এশার নামাজের পর যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন জামে মসজিদে এ কর্মসূচি পালিত হয়। যুক্তরাজ্যের স্থানীয় সাংবাদিক শাহেদ শফিক বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহেদ জানান, অনুষ্ঠান শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

এ সময় এম এ মালেক বলেন, আমরা যুক্তরাজ্য বিএনপি সারা বিশ্বের মুসলিম এবং বাংলা ভাষাবাসীদের কাছে শহিদ রাষ্ট্রপতির জন্য দোয়া চাই। এছাড়া আমাদের নেত্রীর চিকিৎসা চলছে। তিনি ভালো আছেন।

এম এ মালেক আরও বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য প্রায় ৩ হাজার মানুষ প্রাণ দিয়েছে। এজন্য আমরা চাই অতি দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক। কারণ, এখনো ইন্ডিয়ান এজেন্টরা তৎপর। যাতে করে বাংলাদেশে গণতন্ত্র ফিরে না আসে।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেন, জিয়াউর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন। আজ তার জন্মদিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত যেন নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়।

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার রোগ মুক্তি ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।

লন্ডনের মেনর পার্কের শাহজালাল জামে মসজিদে যুক্তরাজ্য জিয়া পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় বলেও জানিয়েছেন সাংবাদিক শাহেদ শফিক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ সমন্বয়ক এমএ জলিল খান, কেন্দ্রীয় জিয়া পরিষদের সদস্য ও ইউরোপ সমন্বয়ক কবি কাউছার মাহমুদ, ইউকে জিয়া পরিষদের সহ-সভাপতি মমিন ভূইয়া কাজল, সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন মানিক হাই, সহ-সভাপত ইরাক চৌধুরী, সহ-সভাপত মোল্লা ফিরোজ আলম, দেলোয়ার প্রদীপ ভূইয়া, আওলাদ হোসেন অরুণ, ইসলাম উদ্দিন পংকি, কাঞ্চন সরকার, লিটন, রাসেল আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে: নাহিদ ইসলাম
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
১০