বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২১:২৩
সোমবার ঢাবি’র কোষাধ্যক্ষ কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাবি ১২ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেয়া হয়। ছবি: বাসস

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সোমবার এই শিক্ষার্থীদেরকে প্রায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। ঢাবি’র কোষাধ্যক্ষ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আহত শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়টি তত্ত্বাবধানের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আন্দোলনে আহত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা চেয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে পত্র প্রেরণ করে। এ প্রেক্ষিতে যে সব শিক্ষার্থী কমিটির সঙ্গে যোগাযোগ করে, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।’

এ সময় উপস্থিত ছিলেন- ঢাবি চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাক আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, শহিদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া ও শহিদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অর্জিত বিজয়কে অর্থবহ করতে জুলাই সনদ ঘোষণা করতে হবে : সেলিম উদ্দিন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পেটানো রংপুরের সেই ওসিকে বদলি
হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা
নোয়াখালীতে প্রবল বর্ষণে ক্লাস ও পরীক্ষা স্থগিত
শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ
হাওরে ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ চূড়ান্ত করা হবে শিগগিরই : পানিসম্পদ উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ২৪ লাখ টাকা অনুদান
চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬০৭ জন গ্রেফতার
১০