বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২১:২৩
সোমবার ঢাবি’র কোষাধ্যক্ষ কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাবি ১২ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেয়া হয়। ছবি: বাসস

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সোমবার এই শিক্ষার্থীদেরকে প্রায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। ঢাবি’র কোষাধ্যক্ষ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আহত শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়টি তত্ত্বাবধানের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আন্দোলনে আহত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা চেয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে পত্র প্রেরণ করে। এ প্রেক্ষিতে যে সব শিক্ষার্থী কমিটির সঙ্গে যোগাযোগ করে, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।’

এ সময় উপস্থিত ছিলেন- ঢাবি চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাক আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, শহিদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া ও শহিদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০