বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২১:২৩
সোমবার ঢাবি’র কোষাধ্যক্ষ কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাবি ১২ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেয়া হয়। ছবি: বাসস

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সোমবার এই শিক্ষার্থীদেরকে প্রায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। ঢাবি’র কোষাধ্যক্ষ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আহত শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়টি তত্ত্বাবধানের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আন্দোলনে আহত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা চেয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে পত্র প্রেরণ করে। এ প্রেক্ষিতে যে সব শিক্ষার্থী কমিটির সঙ্গে যোগাযোগ করে, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।’

এ সময় উপস্থিত ছিলেন- ঢাবি চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাক আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, শহিদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া ও শহিদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
রুশ ব্যালে কিংবদন্তি ইউরি গ্রিগরোভিচ প্রয়াত
কৃষক হত্যায় তিন ভাইয়ের যাবজ্জীবন
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে অভিনেত্রী নুসরাত ফরিয়া
খুলনায় অনূর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্ট আগামীকাল শুরু
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে : বাংলাদেশ ব্যাংক
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রক্টরকে স্মারকলিপি দিল ছাত্র সংসদ
শেষ হয়েছে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা
অবৈধ পন্থায় শুল্কমুক্তভাবে গাড়ি এনে রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে দুদকের অভিযান
১০