শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২২:০৭

রংপুর, ২০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৭১জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর ও শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকায় ১০৯তম সিন্ডিকেট সভায় তাদেরকে বহিষ্কার করা হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান মিয়া নামের একজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড তাকে মওকুফ করে দেয়।

আজ সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শৃঙ্খলা বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. শওকাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১জনসহ মোট ৭২জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

তারা হলেন- পমেল বড়ুয়া, শামীম মাহফুজ, ধনঞ্জয় কুমার টগর, গ্লোরিয়াস (ফজলে রাব্বি), বাবুল, বিধান, তানভীর, আদুল্লাহ আল নোমান খান, রিফাত, ফারহাদ হোসেন এলিট, মোমিনুল, আরিফুজ্জামান ইমন, গাজীউর, শাহিদ হাসান, মামুন। এদের ১৫ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া সেজান আহমেদ (ওরফে আরিফ), মো. আরাফাত রহমান আবির, আবু সালেহ নাহিদ, ইমরান চৌধুরী আকাশ, কফি আনান মান্নান, মাসুদুল হাসান, উজ্জ্বল মিয়া, হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন, শোয়াইবুল (সাল্লু), আব্দুল্লাহ আল রায়হান, বায়েজিদ মোস্তাফী, রাসেল, সিয়াম আল নাহিদ, অমিত, আখতার হোসেন, তানজিল, মুন্না হাসান লিওন, জিহান আলী, মো. সাব্বির হোসেন (রিয়ান), গালিব হাসান, মাহমুদুর রহমান হৃদয়, মো. মোশারফ হোসেন, পিপাস আলী, মোজাম্মেল হক, মৃত্যুঞ্জয় রায়, মো. সাজ্জাদ হোসেন, মানিক চন্দ্র সেন, রবীন্দ্র রায়, সিয়াম আরাফাত, মো. সাব্বির আহমেদ, মো. মুসান্না-বিন-আহমেদ, শাহীন ইসলাম। এদের ৩৩জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

মো. হাসানুজ্জামান সৌমিক, সুদিপ্ত সরকার বাঁধন, জুবায়ের মাহমুদ, কোমল দেবনাথ, মো. রিজন মন্ডল, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, ফিলিপ রায়, জিহাদ উল্লাহ, এস এম লাবু ইসলাম, জয়ন্ত চন্দ্র রায়, সবুজ কুমার, সবুজ মহস্ত, মো. মেহেদী হাসান মিরাজ, জামাল মিয়া, তৌফিক কিবরিয়া, মেজবাহুল সরকার জয়, দেবাশীষ কুমার রায়, আতেফ আসহাব দিল মণ্ডল, নাফিউল ইসলাম, তপন চৌধুরী, সাজেদুর রহমান, আমিরুল ইসলাম শুভ, শফিউল আযম (সম্রাট)। এদের ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

ভিসি শওকাত আলী বাসস’কে বলেন, তথ্য অনুসন্ধান কমিটি ৭২জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জনকে দুই সেমিস্টার এবং ১৫জন প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীকে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক বাকি ১৫ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
রুশ ব্যালে কিংবদন্তি ইউরি গ্রিগরোভিচ প্রয়াত
কৃষক হত্যায় তিন ভাইয়ের যাবজ্জীবন
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে অভিনেত্রী নুসরাত ফরিয়া
খুলনায় অনূর্ধ্ব-১৮ জাতীয় নারী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্ট আগামীকাল শুরু
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে : বাংলাদেশ ব্যাংক
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রক্টরকে স্মারকলিপি দিল ছাত্র সংসদ
শেষ হয়েছে ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা
অবৈধ পন্থায় শুল্কমুক্তভাবে গাড়ি এনে রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে দুদকের অভিযান
১০