ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে ডেনমার্ক দূতাবাসের দুই কর্মকর্তার সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৪:৩৬
মঙ্গলবার ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করেন ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তারা। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকার ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তা স্টেফানি মুলথাউপ্ট এবং মেট গ্যাল্টিং আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডেনমার্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা পদ্ধতি এবং সার্টিফিকেট, মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট ডকুমেন্টেশন পদ্ধতি বিষয়ে আলোচনা করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি অতিথিদের ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০