ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে ডেনমার্ক দূতাবাসের দুই কর্মকর্তার সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৪:৩৬
মঙ্গলবার ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করেন ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তারা। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ঢাকার ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তা স্টেফানি মুলথাউপ্ট এবং মেট গ্যাল্টিং আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডেনমার্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা পদ্ধতি এবং সার্টিফিকেট, মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট ডকুমেন্টেশন পদ্ধতি বিষয়ে আলোচনা করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি অতিথিদের ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
ঢাকা-বেইজিং সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক
গাছে গাছে সবুজ আঙুর শরিফুল-মিম দম্পতির সুদিনের বার্তা
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ ২৬ মে
ভেড়া পালন করে স্বাবলম্বী হওয়ায় শরিফা এখন গ্রামের অন্য নারীদের আদর্শ
কাল বিশ্ব পরিমাপ দিবস
গাজায় জুড়ে ইসরাইলি হামলায় ২২ জন নিহত 
তুরস্ক-কুর্দি সম্পর্ক পুনরুদ্ধারে 'দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন' দরকার : ওজালান
বাইডেন দুই মাসের বেশি বাঁচবেন না
বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
১০