এনসিটিবি চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২০:১০
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান। ফাইল ছবি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতির অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসানের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন আজ এ রিট আবেদন করেন। দুদক চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিটকারী আইনজীবী কামাল হোসেন সাংবাদিকদের জানান, সিন্ডিকেট করে ছাপাখানা মালিকরা বই ছাপার কাজ বাগিয়ে নিলেও দরপত্র যাচাই ও মূল্যায়নে পিপিআর-এর বিধি অনুযায়ী টেন্ডার প্রাক্কলিত দরের চেয়ে ১০ শতাংশ বেশি হলে রি-টেন্ডারের সুপারিশ করার কথা। কিন্তু ছাপাখানা মালিকরা প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশিতে টেন্ডার জমা দিলেও এনসিটিবি পুনরায় টেন্ডার না করেই কাজ দিয়ে দেয়।

তিনি বলেন, প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি টাকা ব্যয় করেছে এনসিটিবি। সরকারের অর্থ অপচয় হয়েছে। এখানে দুর্নীতি হয়েছে বলে প্রতীয়মান হয়। একজন অভিভাবক ও আইনজীবী হিসেবে আমি প্রথমে দুদকে আবেদন করেছি। কিন্তু দুদকে সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারী বর্ষণের সম্ভাবনা ৪ বিভাগে, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে খুন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ 
কানাডার অর্থনীতি জোরদারে মার্ক কার্নির বড় প্রকল্প ঘোষণা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক
শিশু ও নারী উন্নয়নে প্রয়োজন জনসচেতনতা
মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল
মেক্সিকোতে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন
আটকের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা
দুইবার 'বাবা' বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম
১০