এনসিটিবি চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২০:১০
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান। ফাইল ছবি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতির অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসানের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন আজ এ রিট আবেদন করেন। দুদক চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিটকারী আইনজীবী কামাল হোসেন সাংবাদিকদের জানান, সিন্ডিকেট করে ছাপাখানা মালিকরা বই ছাপার কাজ বাগিয়ে নিলেও দরপত্র যাচাই ও মূল্যায়নে পিপিআর-এর বিধি অনুযায়ী টেন্ডার প্রাক্কলিত দরের চেয়ে ১০ শতাংশ বেশি হলে রি-টেন্ডারের সুপারিশ করার কথা। কিন্তু ছাপাখানা মালিকরা প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশিতে টেন্ডার জমা দিলেও এনসিটিবি পুনরায় টেন্ডার না করেই কাজ দিয়ে দেয়।

তিনি বলেন, প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি টাকা ব্যয় করেছে এনসিটিবি। সরকারের অর্থ অপচয় হয়েছে। এখানে দুর্নীতি হয়েছে বলে প্রতীয়মান হয়। একজন অভিভাবক ও আইনজীবী হিসেবে আমি প্রথমে দুদকে আবেদন করেছি। কিন্তু দুদকে সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান
সাম্য হত্যার প্রতিবাদে ঢাবিতে মোমবাতি প্রজ্বলন
খুলনায় জলবায়ু নীতিতে উপকূলীয় ঐতিহ্য সংরক্ষণের দাবি
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকায় গুরুত্বারোপ
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে আইবিএফবি’র গোলটেবিল বৈঠক
টর্নেডোতে যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে ২০ জনেরও বেশি প্রাণহানি
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের লক্ষ্য ছিল অর্থনৈতিক লাভ : বিশ্লেষকদের অভিমত
গাজা পুনর্গঠনে অর্থায়নের আহ্বান আরব নেতাদের
জাবিতে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু
১০