এনসিটিবি চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২০:১০
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান। ফাইল ছবি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতির অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসানের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন আজ এ রিট আবেদন করেন। দুদক চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

রিটকারী আইনজীবী কামাল হোসেন সাংবাদিকদের জানান, সিন্ডিকেট করে ছাপাখানা মালিকরা বই ছাপার কাজ বাগিয়ে নিলেও দরপত্র যাচাই ও মূল্যায়নে পিপিআর-এর বিধি অনুযায়ী টেন্ডার প্রাক্কলিত দরের চেয়ে ১০ শতাংশ বেশি হলে রি-টেন্ডারের সুপারিশ করার কথা। কিন্তু ছাপাখানা মালিকরা প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশিতে টেন্ডার জমা দিলেও এনসিটিবি পুনরায় টেন্ডার না করেই কাজ দিয়ে দেয়।

তিনি বলেন, প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি টাকা ব্যয় করেছে এনসিটিবি। সরকারের অর্থ অপচয় হয়েছে। এখানে দুর্নীতি হয়েছে বলে প্রতীয়মান হয়। একজন অভিভাবক ও আইনজীবী হিসেবে আমি প্রথমে দুদকে আবেদন করেছি। কিন্তু দুদকে সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
শ্রীলংকা দলে নতুন মুখ এসহান ও রত্নানায়েকে
হাসপাতালে চিরকুটসহ নবজাতক : পাশে দাঁড়ালো ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ 
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুড়ে গেছে
বিএমইউতে শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা
টঙ্গীতে তুলার গোডাউনে আগুন 
মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
১০