পরিবেশ উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্সের বৈঠক

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:০৮ আপডেট: : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:১৪
বুধবার রাজধানীতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের চার্জ ডি’আফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের। ছবি : পিআইডি

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি’আফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ বুধবার রাজধানীর পরিবেশ অধিদপ্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ সরকার উদ্ভাবনী ও টেকসই নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
 
তিনি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। ট্রেসি অ্যান জ্যাকবসন নবায়নযোগ্য জ্বালানি, জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগকে সমর্থনের আশ্বাস দেন।
 
তিনি পরিবেশগত সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

দুই পক্ষই পরিবেশগত টেকসই ও অভিযোজনের লক্ষ্যে যৌথ উদ্যোগসহ আরও সহযোগিতার সুযোগ অনুসন্ধানের বিষয়ে একমত পোষণ করেন।

এই বৈঠক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্বকে প্রতিফলিত করবে। সভায় পরিবেশ সচিব এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০