পরিবেশ উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্সের বৈঠক

বাসস
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:০৮ আপডেট: : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:১৪
বুধবার রাজধানীতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের চার্জ ডি’আফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের। ছবি : পিআইডি

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি’আফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ বুধবার রাজধানীর পরিবেশ অধিদপ্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ সরকার উদ্ভাবনী ও টেকসই নীতিমালা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
 
তিনি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। ট্রেসি অ্যান জ্যাকবসন নবায়নযোগ্য জ্বালানি, জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগকে সমর্থনের আশ্বাস দেন।
 
তিনি পরিবেশগত সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

দুই পক্ষই পরিবেশগত টেকসই ও অভিযোজনের লক্ষ্যে যৌথ উদ্যোগসহ আরও সহযোগিতার সুযোগ অনুসন্ধানের বিষয়ে একমত পোষণ করেন।

এই বৈঠক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্বকে প্রতিফলিত করবে। সভায় পরিবেশ সচিব এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে ছাত্রদলের আলোচনা সভা 
বিএমইউতে আন্তর্জাতিক রেডিওলজি দিবস ২০২৫ উদযাপিত
আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে: শফিকুল আলম
শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
শ্রীলংকা দলে নতুন মুখ এসহান ও রত্নানায়েকে
চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টিটিপাড়া আন্ডারপাস
১০