দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বিভিন্ন স্থানে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৫

বাসস, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দিনাজপুর সড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া মালামাল ক্রয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর জেলা কার্যালয় থেকে বুধবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

দুদক টিম দিনাজপুর সড়ক বিভাগ ও উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়, সওজ, দিনাজপুর থেকে অভিযোগে বর্ণিত প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। 

পরবর্তীতে নিরপেক্ষ প্রকৌশলী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ স্টক ইয়ার্ডে সংরক্ষিত মালামাল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট রাস্তার রোর্ড মার্কিং, সিগন্যাল পোস্ট, ট্রাফিক সাইন, ক্রয়কৃত ফার্নিচার ও অন্যান্য আসবাব যাচাই করে।

এদিকে নওগাঁর মহাদেবপুরে ভুয়া এতিমখানা খুলে এতিম শিক্ষার্থীর তালিকা তৈরিপূর্বক সরকারি ও বেসরকারি অনুদানের অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

দলটি প্রথমে ছদ্মবেশে অভিযোগে উল্লিখিত ৩টি প্রতিষ্ঠান যথা- অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, রাবেয়া নূরানী হাফেজিয়া ও মডেল এবতেদায়ি মাদ্রাসা এবং রাবেয়া এছহাক বেসরকারি শিশু সদন, মহাদেবপুর ও নওগাঁ সম্পর্কে স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানসমূহের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এনফোর্সমেন্ট টিম। সরেজমিন পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যালোচনা করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়।

বিভিন্ন সড়কে চলাচলকারী গাড়ি থেকে চাঁদা আদায় ও জন-হয়রানি সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি ফলোআপ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে পরিবহন খাতের সাথে যুক্ত বিভিন্ন বাসের চালক, হেলপার ও সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয় এবং বাস স্ট্যান্ড ও বাস মালিক সমিতির কার্যালয় প্রভৃতি সরেজমিনে পরিদর্শন করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের পার্কিং ফি, মসজিদের চাঁদা, মালিক সমিতির স্টাফদের বেতন-ভাতা প্রভৃতি বাবদ কিছু অর্থ আদায়ের প্রাথমিক তথ্য পাওয়া যায়। 

এ সময় সংগৃহীত নথিপত্র ও গৃহীত বক্তব্যের আলোকে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এছাড়া হবিগঞ্জের নবীগঞ্জে আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ভুয়া এতিম শিক্ষার্থীর তালিকা তৈরি করে তাদের নামে ক্যাপিটেশন গ্রান্টের টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টিম মাদ্রাসা শিক্ষার্থী, গভর্নিং বডি ও ক্যাপিটেশন গ্রান্ট মঞ্জুরকারী কর্তৃপক্ষ তথা উপজেলা সমাজসেবা অফিসারের সঙ্গে কথা বলে এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযানকালে টিমের নিকট অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে প্রতীয়মান হয়।

টিম সংগৃহীত রেকর্ডপত্রের ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
পল্টনে ২৮ অক্টোবরের লগি-বৈঠার খুনিদের বিচার নিশ্চিত করতে হবে : মাহফুজুর রহমান
২৮ অক্টোবরের নৃশংস তাণ্ডবে বাংলাদেশ পথ হারিয়েছিল : সিলেটে জামায়াত নেতৃবৃন্দ
১০