অ্যাপসের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:২০ আপডেট: : ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:০৩

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মোবাইলে অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ ও অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে দুইব্যক্তিকে ১ হাজার ১৫০টি সিম কার্ডসহ গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

আজ বৃস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ডেমরার মাতুয়াইলের মোঘলনগর থেকে গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার মেরকুটা গ্রামের গোপাল চন্দ্র সেনের ছেলে পাপ্পু কুমার সেন (২৮) ও  ভোলা জেলার চর ফ্যাশন থানার আমিনাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. কাওসার (২৭)।

তাদের কাছ থেকে অপরাধকর্মে ব্যবহৃত ১ হাজার ১৫০টি সিম কার্ড, একটি হার্ডডিস্ক ও মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা মোবাইল নম্বর দিয়ে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে উক্ত গ্রুপে বিভিন্ন ব্যক্তিদের যুক্ত করে তাদেরকে অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগ করার প্রস্তাব দেয়। 

ভুক্তভোগীরা অধিক মুনাফা লাভের আশায় ফাঁদে পড়ে এবং তাদের তৈরি অ্যাপসে নিজেদের নাম, মোবাইল নম্বর, এনআইডি কার্ডের তথ্য দিয়ে একাউন্ট খুলে সেখানে লাখ-লাখ টাকা বিনিয়োগ করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০