মতিউরের স্ত্রী কানিজের আয়কর নথি জব্দের আদেশ

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:২৭
মতিউরের স্ত্রী কানিজ। ছবি : ফেসবুক

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার ১৪ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

পরের দিন তাকে আদালতে হাজির করে এ মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আদালত তার সাত দিনের রিমান্ডের বিষয়ে শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছে।

আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, আসামি লায়লা কানিজ লাকি ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেনে মর্মে রেকর্ডপত্রে প্রমাণিত হয়েছে। 

এ জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি লায়লা কানিজের মূল আয়কর নথির ২০১২-২০১৩ হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
সাবেক এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার প্রতিবেদন ২৭ মে
জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
কানাডার ভোটের এক সপ্তাহ আগে লিবারেলদের এগিয়ে থাকার ইঙ্গিত
চিলিতে চীনা মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রে বন্দুকধারীদের হামলা
গুরুতর অসুস্থ ব্যারিস্টার রাজ্জাক হাসপাতালে
সার কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু
এটিএম আজহারের আপিল শুনানি কার্যতালিকায় আসবে কাল
লালমনিরহাটে দুদকের গণশুনানি শুরু
জেনিনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গৃহহীন ফিলিস্তিনিদের মানবেতর জীবন
১০