গণমাধ্যমের সংস্কার নির্বাচনকেন্দ্রিক নয় গণতন্ত্রমুখী: কামাল আহমেদ

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২০:০২
বৃহস্পতিবার তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানসহ অন্যরা। ছবি : বাসস

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, কমিশন গণমাধ্যমের টেকসই সংস্কারের জন্য কাজ করছে, যা শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, বরং শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর অংশ হবে। 

আজ বৃহস্পতিবার ঢাকায় সার্কিট হাউস রোডের তথ্য ভবন সম্মেলন কক্ষে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক পরিসরে গণমাধ্যমের স্বাধীনতা প্রসারে একযোগে কাজ করছেন এমন গণতান্ত্রিক রাষ্ট্রের জোট হচ্ছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।  

নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কী ধরনের সুপারিশ করবে- এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সদস্য দেশগুলোর ঢাকাস্থ দূতাবাসসমূহের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশ নিয়ে গণমাধ্যম সংস্কারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। অপতথ্য ও ভুয়াতথ্য প্রচারের ঝুঁকি মোকাবিলায় কমিশনের কোনো ভূমিকা থাকবে কিনা সে সম্পর্কে কমিশনের কাছে জানতে চাওয়া হয়। রাজনৈতিক দলগুলোকে গণমাধ্যম সংস্কারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা সে সম্পর্কেও তাঁরা জানতে চান।           

কমিশন প্রধান ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের আমলে সংবাদ মাধ্যমের ওপর যেসব অযাচিত আক্রমণ এসেছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মিডিয়া ফ্রিডম কোয়ালিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশন তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কমিশন প্রধান মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধিদের জানান, আমাদের মেয়াদ ৯০ (নব্বই) দিন। 

আমরা চেষ্টা করছি আমাদের অংশীজন প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, বেতার ও টেলিভিশন মালিক এবং সাধারণ জনগণ-দর্শক-শ্রোতা যারা গণমাধ্যম সংশ্লিষ্ট তাদের সাথে আলোচনা করে একটি নির্ভরযোগ্য সংস্কার প্রস্তাব তুলে ধরা। 

তিনি বলেন, আমরা সমাজের সকল শ্রেণির মানুষের কথা শুনছি এবং তাদের মতামত গ্রহণ করছি। রাজনৈতিক দলগুলোকেও গণমাধ্যম সম্পর্কিত তাদের পর্যাবেক্ষণ এবং সংস্কার প্রস্তাব তুলে ধরার জন্য আমন্ত্রণ জানিয়েছি। 

প্রতিনিধি দলের অপর এক সদস্যের প্রশ্নের জবাবে তিনি জানান, সাংবাদিকদের নিরাপত্তায় সরকারি আইন অনুযায়ী বীমা সহায়তা প্রদান করা যায় কিনা এ বিষয়টি কমিশন বিবেচনা করছেন।

এ আলোচনা সভায় কমিশন সদস্য শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, ফাহিম আহমেদ, জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্ত গুপ্ত, আব্দুল্লাহ আল মামুন এবং মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের প্রতিনিধি ইউএস এ্যাম্বাসির স্টিফেন এফ ইবেলি, ব্রিটিশ হাই কমিশনের ভানেসা বিউমন্ট, জাপান এ্যাম্বাসির মিচিকো ইউইডিএ, অস্ট্রেলিয়ান হাই কমিশনের লারা এ্যাডামস, কানাডিয়ান হাই কমিশনের সিওবনান কেন, সুইডেন এ্যাম্বাসির পাওলা কাস্ট্রো নেইডারস্টাম, নেদারল্যান্ডস এ্যাম্বাসির কোর স্টাউটেন, ফ্রান্স এ্যাম্বাসির ইয়ামিলি পালাহাউন, সুইজারল্যান্ড এ্যাম্বাসির আলী সোহেল ইবনেসহ বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০