দূষণ বিরোধী অভিযানে চলতি বছর ৭ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:১৭

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় সারা দেশে পরিবেশ অধিদপ্তর গত ২ জানুয়ারি থেকে আজ ২৩ পর্যন্ত বিভিন্ন দূষণ বিরোধী অভিযান পরিচালনা করেছে।

এ সময় ২০৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৩৩টি মামলায় ৭ কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৭'শ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ৮৮টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ৫৬টি ইটভাটা বন্ধে নির্দেশনা দেওয়া হয়। ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ৫টি প্রতিষ্ঠানের ৬টি ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করা হয়।

এ ছাড়া গত বছরের ৩ নভেম্বর হতে এ পর্যন্ত সারা দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ২৬৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫৩৭টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ লাখ ৫৫ হাজার ৪'শ  টাকা জরিমানা আদায়সহ আনুমানিক ৯৯ হাজার ১৩২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং ৮টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়।

আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকাসহ পাবনা, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, মেহেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪০ টি মামলায় ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ৮ জন মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। ১টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। ১৭টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে সুনামগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহসহ ঢাকার বিভিন্ন এলাকায় ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২১টি মামলায় ৮৭ হাজার ৭'শ টাকা জরিমানা আদায় করা হয়। ১ হাজার ৬৬১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
ঢাকার রমনা এলাকায় কালো ধোঁয়া নির্গমন বিরোধী অভিযানে ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৯ জন চালককে সতর্ক করা হয়।

কার্যক্রমের অংশ হিসেবে, রাজধানীর খিলগাঁও, শাহজাহানপুর, গুলশান ও মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রীর কারণে বায়ুদূষণের অভিযোগে ৬টি মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাবনায় চারকোল কারখানার বায়ুদূষণের দায়ে ১টি মামলায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

শেরপুরে শব্দদূষণ বিরোধী অভিযানে ২টি গাড়ির চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
দীর্ঘদিন পর মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে: আব্দুল হালিম
টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে বিজিএমইএ এবং ব্র্যান্ড ফোরামের বৈঠক
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
১০