কোকোর মৃত্যুবার্ষিকীতে সারাদেশে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২২:১৮

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৫ (বাসস): আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঢাকাসহ সারাদেশে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ক্রীড়াঙ্গনে কোকোর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ  করে বলেন, তিনি বেঁচে থাকলে দেশের ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গন আজ অনেক বেশী কার্যকর থাকতো। স্কুল কলেজের শিক্ষার্থী ও যুব সমাজ খেলাধুলার মধ্য দিয়ে শারীরিক সুস্থতার চর্র্চায় নিয়োজিত থাকতো। নতুন করে খেলোয়াড় গড়ে উঠতো এবং আর্ন্তজাতিকভাবে দেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনতে পারতো।  

ফরিদপুর সংবাদদাতা জানান, আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে  ফরিদপুর শহরের কাঠপট্টিতে বিএনপি দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের সভাপতি সুমন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের  সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, তিনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। বাংলাদেশ ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। ওয়ান ইলেভেনের সময় তৎকালীন সরকার  তার উপর নির্মম  অত্যাচার করে তাকে পঙ্গু করে দিয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনা সরকার তার উপর নির্যাতনের স্ট্রিমরুলার চালান। বলা চলে একরকম বিনা চিকিৎসায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। বক্তারা আরাফাত রহমান কোকোর জীবন থেকে শিক্ষা নেবার জন্য এবং আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। 

অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মোঃ শামস উদ্দিন। 

সিলেট সংবাদদাতা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমআ হযরত শাহজালাল (রা:) দরগাহ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট মহানগর বিএনপি।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি আমির হোসেন, ডা. আশরাফ আলী, মুফতি নেহাল।

বক্তারা বলেন, 'শেখ হাসিনা ষড়যন্ত্র করে জিয়া পরিবারকে ধ্বংস করার প্রয়াসে আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে তা নজিরবিহীন। একটি পরিবার শত নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে দেশের মানুষের জন্য প্রাণপণ লড়াই করেছে, যা সমগ্র বিশ্ব অবলোকন করেছে। তিনি আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন।

শেরপুর সংবাদদাতা জানান, আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শেরপুর জেলা শাখা।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি সুলতান আহমেদ ময়নার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ আশিষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারন সম্পাদক জাওয়াদ হোসেন ও রহুল আমীন। 

এছাড়াও কুষ্টিয়া, নোয়াখালী, কক্সবাজার, কুমিল্লা, যশোর, রংপুর, পটুয়াখালী, বরিশালে কোকোর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বলে সংবাদদাতারা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০